Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চব্বিশ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। নির্বাচনের মুখে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের।

সামনেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফার নির্বাচন। আগামী ১৯ এপ্রিল ভোট হবে দেশের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক আসনে। কিন্তু দিনহাটায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নীতীশ প্রামাণিকের দফায় সফায় সংঘাতের ঘটনা ঘটে। আর এই ঘটনা নির্বাচনের আগে রীতিমত চিন্তায় রেখেছে কমিশন।

এই অবস্থায় মঙ্গলবারই বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

এরপরেই নড়ে চড়ে বসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সহ জেলা নির্বাচনী আধিকারিকেরা। চব্বিশ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, কড়া নির্দেশ কমিশনের। বুধবার, বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি প্রাথমিক বৈঠক হয়। আর সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাওয়া রিপোর্ট এবং কমিশনের নিজেদের দেওয়া রিপোর্টের মধ্যে আকাশ পাতালের তফাৎ ধরা পড়েছে। যা মোটেই ভালো চোখে নেয়নি বিশেষ পর্যবেক্ষকরা।

এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের জমা দেওয়া রিপোর্টে মোটেই সন্তুষ্ট নয় কমিশন। এমনটাই সূত্রে জানা গিয়েছে। সূত্রে আরও খবর, বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বারবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করছেন কমিশন নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষকরা। বিশেষ করে বৈঠকের শুরুতেই কোচবিহারের পরিস্থিতি নিয়ে জানতে চান বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা।

জানতে চান এই রকম আবহাওয়ায় ভোট করানোর জন্য কমিশনের প্রস্তুতি কতটা রয়েছে। আর তাতেই রীতিমত অস্বস্তিতে পড়ে যান সিইও দফতরের আধিকারিকরা। এরপরই তড়িঘড়ি প্রত্যেকটি সেক্টরে একটি করে মেডিকেল উইং রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে হবে। হিংসার কোনও জায়গা নেই বলেও এদিন বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা। এরপরেই ধবার বিকেল পাঁচটার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠান বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা।

সেই রিপোর্ট দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত থাকেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, স্টেট পুলিশ নোডাল অফিসার, শুল্ক দপ্তর, শ্রম দপ্তর, স্টেট কো অর্ডিনেটর এক্সপেন্ডিচার অবজারভার। এছাড়াও আন্ত:সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠক হয় এদিন। এদিকে পাঁচ তারিখই রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজারভার হিসাবে নিযুক্ত পঞ্জাবের ১৯৮৪ ব্যাচের আইপিএস অনিলকুমার শর্মা। এরপরই ৬ তারিখ স্পেশাল পুলিশ অবজারভার ও জেনারেল স্পেশাল অবজার্ভারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বিতীয় দফার বৈঠক হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *