বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফর শেষ করে আজ মুখ্যমন্ত্রী সভা করলেন পুরুলিয়ার লধুড়কা শিবমন্দির গ্রাউন্ডে। ব্যাপক মানুষের জমায়েত হয়েছিল সেই সভায়।
সভার শুরুতেই তিনি আদিবাসী সেন্টিমেন্টকে নাড়িয়ে দিলেন কয়েক মুহূর্তের মধ্যে। তিনি বলেন, ‘আজকে বলুন তো, কেউ করবে? যে মেয়েটা রাতের বেলা আমার সঙ্গে একই বিছানায় শোয়, একসঙ্গে থাকে, সেই মেয়েটার পদবি কোনওদিন জিজ্ঞাসা করেছেন? সেই মেয়েটার পদবি হচ্ছে বাউরি। আমরা বর্ধমানে প্রার্থী ক্যান্ডিডেট দিয়েছি বাগদি। অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে চলি আমরা। আমরা আসানসোলে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছি। আমরা কীর্তি আজাদকে প্রার্থী করেছি। মনে রাখবেন পুরুলিয়া মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছে।’ এর পরেই তিনি বলেন, ২০১৯ সালে যে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন পুরুলিয়ার মানুষ। কিন্তু তিনি জিতলেও কোনও কাজ করেননি বলে অভিযোগ করেছেন মমতা। তিনি দাবি করেছেন, প্রতিটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পাঠানোর প্রকল্প শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সেটাকে নিজের প্রকল্প হিসেবে দাবি করছে নরেন্দ্র মোদী সরকার।
তিনি বিজেপিকে সরাসরি আক্রমন করে বলেন, ‘মোদীবাবুর গ্যারান্টি হল নিজের ছবি দেখা। কয়েকজন মানুষকে রেশন দেবে, তাতে মোদীবাবুর ছবি আর বিজেপির প্রতীক দেওয়া থাকবে।’ নির্বাচন কমিশন সম্পর্কে কিছুটা উস্মা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাকে স্যালুট। আমি আপনাকে আগেই স্যালুট করে দিচ্ছি। বিজেপি তো রোজ করে। ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে গেলে কেউ ক্ষমা করবে না। বিপুল করতালি দিয়ে মানুষ তাঁকে সমর্থন করেন।