Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভূপতিনগর কাণ্ডে বিজেপি চক্রান্ত দেখছে তৃণমূল কংগ্রেস। এনআইএ-র তল্লাশি অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করেেছন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন, এনআইএ-র এসপির বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোলের নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে গ্রেফতারও করেছিল রাজ্যপুলিশ। বর্তমানে তিনি এবং তাঁর স্ত্রী জামিনে মুক্ত রয়েছেন। সেই জিতেন্দ্র তিওয়ারি নাকি কয়েক মাীস আগে এনআইএ-র সুপার ধনরাজ সিংয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি সাদা প্যাকেট দিয়েছিলেন NIA-র এসপিকে।

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির এবং এনআইএস এসপি ধনরাম সিংয়ের ফোনে কি কথোপকথন হয়েছে তা মোবাইল টাওয়ার লোকেট করে তদন্তের দাবি তৃণমূল কংগ্রেসের। তাঁদের ফোনের টাওয়ার লোকশন করার দাবি জানিয়েছে শাসক দল। কুনাল ঘোষ অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি এনআইএ-র এসপির কাছে শাসক দলের নেতাদের একটি তালিকা তুলে দিয়েছে। সেই তালিকা ধরে ধরে কাজ করছে তারা।

নির্বাচনী বিধির মধ্যে এভাবে এনআইএ মধ্যরাতে কোথাও তল্লাশি চালাতে পারে না বলে দাবি করেছেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই তাঁরা এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলে জানিয়েছে। শুক্রবার মধ্যরাতে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তল্লাশি চালায় এনআইএ। তৃণমূল কংগ্রেসের ২ নেতাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে তাঁরা। তারপরেই শনিবার সকাল থেকে মহিলারা এনআইএ-র গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।
একেবারে সন্দেশখালির কায়দায় এনআইএর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। তারপরেই নড়ে চড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভূপতি নগর থানায় ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে। এদিকে আজও ভূপতিনগরে তল্লাশি অভিযান চালাচ্ছে NIA। ধৃত দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করার পর তাঁদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

এদিকে মধ্যরাতে ভূপতিনগর থানায় এনআইএ-র অভিযানের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তপনের সভা থেকেই তিনি কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে বলেছিলেন কেন মধ্যরাতে তল্লাশিতে যাওয়া হল। হাইকোর্ট তো মধ্যরাতে তল্লাশি করতে যেতে বলেনি। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ জিতেন্দ্র তিওয়ারি তিনি বলেছেন যা বলার দল বলবে। তিনি কিছু বলবেন না এই নিয়ে।এদিকে ভূপতিনগর থানা এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *