বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতে শুরু হল লোকসভা নির্বাচন। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে দেশজুড়ে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা শুরু এদিন শুক্রবার ১৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় মোট ১৬.৬৩ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। মোট ১.৮৭ লক্ষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। সবমিলিয়ে মোট ১৮ লক্ষ নিরাপত্তাবাহিনী নামানো হয়েছে।
চেন্নাইয়ে ভোট দিলেন দক্ষিণী তারকা কমল হাসান।আগরতলায় নিজের বুথে ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
পরিবারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে ভোট দিলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল।
চেন্নাইয়ে ভোট দিলেন অভিনেতা বিজয় সেতুপতি।
সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৫. ২৬ শতাংশ। বাংলাতেই ভোটের হার সবচেয়ে বেশি।
চেন্নাইয়ে ভোট দিলেন ডিএমকে নেত্রী কানিমোঝি।তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভান ভোট দিলেন রামানাথপূরম কেন্দ্রে।