Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শীতলকুচি নিয়ে আগে থেকেই সতর্ক িছল নির্বাচন কমিশন। সেকারণে বাড়িত বাহিনীও মোতায়েন করা হয়েছিল সেখানে।

তারপরেও অশান্তি থামানো গেল না শীতলকুচিতে। ভোটের সকাল থেকেই জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছিল।

শেষে চান্দমারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। চান্দমারিতে বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে চান্দমারি এলাকা। এমনকী শীতলকুচিতে বিজেপি কর্মীর মাথায় এবং হাতে হাঁসুয়ার কোপ মারা হয়েছে বলে অভিযোগ। কান্নায় ভেঙে পড়েন বিজেপি নেতা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

এমনকী বিজেপি কর্মীদের ভোট দিতে না যাওয়ার জন্য ভয় দেখানো হয় বলে অভিযোগ। ভোট দিতে গেলে হাত-পা কেটে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। আতঙ্কে গ্রামবাসীরা প্রথমে ভোট দিতে যাচ্ছিলেন না। তারপরে পুলিশ গিয়ে তাঁদের নিরাপত্তা দেওয়ার আস্বাস দেয়।

এমনকী বিজেপি কর্মীদের ভোট দিতে না যাওয়ার জন্য ভয় দেখানো হয় বলে অভিযোগ। ভোট দিতে গেলে হাত-পা কেটে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। আতঙ্কে গ্রামবাসীরা প্রথমে ভোট দিতে যাচ্ছিলেন না। তারপরে পুলিশ গিয়ে তাঁদের নিরাপত্তা দেওয়ার আস্বাস দেয়।
শীতলকুচির বরাদেওয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিজেপি কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেথে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা লোহার রড, বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ। লাঠির আঘাতে সুন্দর মাহাতো নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

অন্যদিকে কোচবিহারের সিতাইয়েও অশান্তির খবর পাওয়া িগয়েছে। সিতাইয়ের রাজাখোড়া প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চান্দমারিতে ৭২ নম্বর বুথে বিজেপির দুই পোলিং এজেন্টকে আটকে রাখার অভিযোগ। এদিকে আবার মাথাভাঙায় বিডিও অফিসে ভোটকর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে সেখানে। ভোটকর্মীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *