বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোনা পরিষ্কারের নামে প্রতারনা। বিহার থেকে গ্রেপ্তার বাবা এবং ছেলে। শিলিগুড়িতে বাড়িতে বাড়িতে সোনা পরিষ্কারের নামে চলছিল প্রতারনা।
দুপুরে বাড়ির পুরুষেরা যখন থাকছিল না তখন সেই সূযোগে বাড়ির মহিলাদের অসহায়তার সূযোগ নিয়ে তাদের প্রতারিত করছিল এই চক্রটি। বাবা নিখিলেশ এবং ছেলে রাজেশ দুজনে মিলে প্রধাননগরে একটি ঘর ভাড়া করে চালাচ্ছিল এই প্রতারনা চক্র।প্রধাননগর থানার পুলিশ বহুদিন ধরেই খুজছিল তাদের। অবশেষে ভাগলপুরে তারা আছে এই খবর পেয়ে তারা ওই দুজনকে একটি ধাবা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজনেই বিহারের বাসিন্দা। দুজনের কাছ থেকে প্রচুর খুচরো পয়সা এবং দামী মোবাইল পাওয়া গেছে। দুজনেই এখন প্রধাননগর পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে। দুজনের কাছ থেকে জেরাতে জানতে পারা গেছে দুজনেই শিলিগুড়ির প্রায় একশোটি বাড়িতে সোনা পাচারের সাথে যুক্ত। বাবা এবং ছেলে দুজনেই গত 5বছর ধরে এই কাজ করে আসছে বলে জানতে পেরেছে পুলিশ।তারা জানিয়েছে এরা প্রচণ্ডভাবে মানুষের মন জয় করতে পারত।ফলে মানুষ সহজেই এদের কথায় ভুলে যেত। এইভাবেই তারা শিলিগুড়ির প্রায় একশোটি বাড়িতে এই কাজ করে আসছিল।