Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রাইমারি টেট মামলার শুনানি শেষ হওয়ার পর এজলাসের বাইরে বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ।

চাকরি খেয়ে নিচ্ছেন, একটা উদাহরণ দেখান যে নতুন নতুন মামলা হচ্ছে, ইত্যাদি বলে মামলাকারীদের একাংশ বর্ষীয়ান আইনজীবীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যা নিয়ে রীতিমত আদালতের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

যদিও দ্রুত পুলিশ বিক্ষোভকারীদের বের করে দেয়। কিন্তু আদালতের মধ্যে এভাবে আইনজীবীকে ঘিরে বিক্ষোভ নজিরবিহীন (Recruitment Scam) বলছেন আইনজীবীরা।

অন্যদিকে ২০১৪ সালের টেট নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই রিপোর্টে ব্যাপক (Recruitment Scam) বেনিয়মের ইঙ্গিত। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ, ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে নিয়োগ সহ কি কি ভাবে বেআইনি হয়েছে তার সমস্ত তথ্য বিচারপতি রাজশেখর মন্থর এজলাসে তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই।

এই নিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু আজ আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয়।
এই ২০১৪ সালের টেট পরীক্ষার উপরে ২০১৬, ২০২০, ২০২২ o ২০২৪ সালে প্রাথমিকের নিয়োগ (Recruitment Scam) হয়েছে। আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয়, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে।

ফলে গত চার দফায় যে প্রায় ৭০ হাজার শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে, তাদের ভবিষ্যত অনিশ্চিত হবে বলে আশংকা আইনজীবীদের। আগামী আট সপ্তাহ পরে মামলার শুনানি। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে। এই অবস্থায় মামলার গতিপ্রকৃতি কোনও দিকে গড়ায় সেদিকেই নজর সবার।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল (Recruitment Scam) হয়েছে। আর এই তালিকায় তাৎপর্যপূর্ণ ভাবে অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও রয়েছে। কল্কাআ হাইকোর্টের এহেন নির্দেশ ঘিরে তোলপাড় রাজ-রাজনীতি।

যদিও কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার এই মামলার (Recruitment Scam) শুনানি হলেও কোনও স্থগিতাদেশ দেয়নি। আগামী সোমবার ফের মামলার শুনানি। সেদিকে নজর যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *