বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক শনিবার এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের কিছু সন্যাসী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তিনি তীব্র আক্রমন করেন বহরমপুরের কার্তিক মহারাজকে।
সেই প্রসঙ্গেই আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর এহেন বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার পালটা তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সকালে মর্নিং ওয়াকের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন ও সেবাশ্রম নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে। জবাবে দিলীপ বলেন, ‘এই পাপই ডোবাবে তাঁকে।’ দিলীপ ঘোষ চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শানিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। কাকে কী বলছেন, ঠিক নেই।’
এখানেই শেষ নয়, তিনি আরো বলেন,’তিনি মৌলবীদের দিয়ে রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নমাজ পড়ে তাদের ভোট নিতে পারেন। আর আমাদের সাধু সন্ন্যাসীদের রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপদে। হিন্দু সমাজের মহিলারা বিপদে। এ কথা তারা বলবেন না। সাধুরা সর্বস্ব ছেড়েছেন ধর্ম রক্ষার জন্য। তা নিয়ে তো তাঁরা বলতেই পারেন। এই ধরনের যে সংস্থাগুলির নাম তিনি বলছেন। তারা রাজনীতি করে না। তারা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলেন আর সমাজ সেবার করেন। এই যে ধার্মিক সংগঠনের তিনি বদনাম করছেন, এই পাপই তাঁকে ডোবাবে।’