বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কোথাও রক্তপাত তো কোথাও হিংসা! কার্যত হিংসার আবহেই রাজ্যের ৪২ টি আসনে সাত দফায় নির্বাচন হয়েছে। এখন শুধুই ফলাফলের অপেক্ষা। আগামী ৪ জুন দেশের ৫৪৩ টি আসনে ফলাফল প্রকাশ হবে।
আর সেখানেই স্পষ্ট হবে যে কে বাজিমাত করল আর কোন দলই মুখ থুবড়ে পড়ছে। তার আগে একের পর এক রাজ্যের বুথ ফেরত সমীক্ষা (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) সামনে আসছে। রাজ্যের ৪২ টি লোকসভা আসনে কেমন হবে ফলাফল? কী বলছে INDIA TV CNX Exit Poll?
INDIA TV CNX Exit Poll বলছে পশ্চিমবঙ্গে এবার বিজেপি ভালো ফল করবে। এমনকি ২০১৯ সালের থেকেও বেশি আসন (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) পাবে। সেই মতো এবার বাংলায় বিজেপি ২২ থেকে ২৬টি আসন পেতে পারে বলে ইঙ্গিত INDIA TV CNX Exit Poll-এ। অন্যদিকে তৃণমূল ১৪ থেকে ১৮ টি আসন পেতে পারে, কংগ্রেস ১-২ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। তবে এবারও বামেরা বাংলার কোনও আসনে খাতা খুলতে পারবে না বলেই মত বুথ ফেরত সমীক্ষায়। তবে যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। নাও মিলতে পারে সমীক্ষা।
২০১৯ সালে তৃণমূল কংগ্রেস বাংলায় ২২টি আসন পেয়েছিল। যেখানে বিজেপি ১৮টি আসন এবং কংগ্রেসের দুটি আসন ছিল। বলে রাখা প্রয়োজন, এবার বাংলায় ‘ইন্ডিয়া’ জোট হয়নি। তৃণমূল ৪২ টি লোকসভা আসনে একক ভাবে লড়াই করেছিল। বিজেপিও ৪২ টি আসনেই প্রার্থী দিয়েছিল। তবে একাধিক আসনে বাম-কংগ্রেস একজোট (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) হয়ে লড়াই করেছে।