Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রিপাবলিকের তরফে দু’টি এক্সিট হয়েছে। দু’টির ফল অবশ্যই দুই রকমের। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ২১-২৫ টি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল পেতে পারে ১৬-২১ টি আসন। তবে বাম-কংগ্রেসে আসন শূন্যই থাকতে চলেছে বলে জানিয়েছে এই সমীক্ষা।

অন্যদিকে রিপাবলিক পি-মার্কের সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ২২ টি আসন। অন্যদিকে তৃণমূল পেতে পারে ২০টি। অন্যদিকে বাম-কংগ্রেস শূন্য থাকতে চলেছে।

২০১৯-এর নির্বাচনে তৃণমূল ৪২ টি আসনের মধ্যে পেয়েছিল ২২ টি, বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন।

২০১৪-তে তৃণমূল পেয়েছিল ৩৯.৩৫ শতাংশ ভোট। বিজেপি, কংগ্রেস ও বামেরা পেয়েছিল যথাক্রমে ১৬.৮৪ শতাংশ, ৯.৫৮ শতাংশ এবং ২৫.১ শতাংশ ভোট। অন্যদিকে ২০১৯-এর নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৩.২৮ শতাংশ, বিজেপি পেয়েছিল ৪০.২৫ শতাংশ এবং কংগ্রেস ও বামেরা পেয়েছিল যথাক্রমে ৫.৬১ শতাংশ এবং ৬.৭১ শতাংশ ভোট।

তবে বাংলার লড়াই যে নেক টু নেক হতে চলেছে তা প্রায় প্রত্যেকটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে। রিপাবলিক টিভি-ম্যাট্রিজ বিজেপিকে ২১-২৫ টি আসন এবং তৃণমূলকে ১৬-২১ টি আসন দিয়েছে। ইন্ডিয়া নিউজ ডিডাইনামিক্স বলছে বিজেপি পেতে পারে ২১ টি আসন এবং তৃণমূল পেতে পারে ১৯ টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *