বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জয় এল না হুগলি লোকসভা কেন্দ্র থেকে! গতবারের জেতা কেন্দ্রেই মুখ থুবড়ে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বিপুল ভোটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। প্রায় ৭ লাখেরও বেশি মানুষ ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করেছেন।
আর এই জয়ের (Hooghly Lok Sabha Result 2024) পরেই উচ্ছ্বসিত অভিনেত্রী সহ জেলার তৃণমূলের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, জয়ের পরেই বিজেপি নেত্রী লকেটকে এক হাঁড়ি দই পাঠিয়ে দেবেন বলে মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের।
জয়ের (Hooghly Lok Sabha Result 2024) পরেই বুধবার চুঁচুড়ার ওলাইচন্ডী তলা মন্দিরে যান হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই শাশুড়ি প্রয়াত হয়েছেন। ফলে মন্দিরে গেলেও মায়ের পুজো দিতে পারেননি অভিনেত্রী। শুধুমাত্র মন্দিরে ঠাকুর প্রণাম সেরেই বেরিয়ে আসেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত তৃণমূল সাংসদ মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন। যারা তাকে ভোট দেননি তারাও পাঁচ বছর পর তাকে ভোট দেবেন বলে আশাবাদী।
আগামিদিনে হুগলীবাসির জন্য একাধিক কাজ করার প্রতিশ্রুতি দেন তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, ভোটের প্রচার পর্বে তাকে নিয়ে একাধিক মিম হয়েছিল। এদিন সে নিয়েও কথা বলেন রচন। সেই প্রসঙ্গে বলেন,
যারা আমাকে নিয়ে মিম করেছিল তাদের ধন্যবাদ, কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য।
এমনকি সিঙ্গুরের দই নিয়েও অনেক মিম হয়েছিল, আর সেটা অনেকটাই তাঁকে প্রচার দিয়েছেন বলে মন্তব্য করেছেন। শুদেহু তাই নয়, প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে মিম হওয়া সিঙ্গুরের দই পাঠাবেন বলেও এদিন সাংবাদিকের জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
বলে রাখা প্রয়োজন, হুগলি লোকসভা কেন্দ্রে (Hooghly Lok Sabha Result 2024) বিজেপি প্রার্থী লকেট চট্টপাধ্যায়কে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল সেখানকার মানুষের মধ্যে। এমনকি দলের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। কার্যত লকেটের হারের পিছনে এটাই অন্যতম বড় ফ্যাক্টার বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিজেপি নেত্রীর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ফলাফল সামনে আসার পরেই কার্যত সেখানে চুপ বিজেপি নেতা-করমীরা।