Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:হুগলি লোকসভা কেন্দ্রটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন ৭৩,৩৬২ ভোটে। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন ৭৬,৮৫৩।

২০১৯ সালে তৃণমূল ভোট পেয়েছিল ৪১ শতাংশ, এবার ৪৬.৩ শতাংশ। সেবার বিজেপি পেয়েছিল ৪৬.০৩ শতাংশ ভোট, এবার ৪১.২ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সব বিধানসভায় এগিয়ে ছিল তৃণমূল।

যদিও দেখা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনের নিরিখে তিনটি বিধানসভা ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সেগুলি হলো বলাগড়, চুঁচুড়া ও সপ্তগ্রাম। উল্লেখ্য, রচনা ভোটের সময় চুঁচুড়ায় থেকেছেন। অসীমা পাত্রর পাশাপাশি তাঁর সঙ্গে বেশি দেখা গিয়েছে অসিত মজুমদারকে।

যদিও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার লিড এনে দিতে পারেননি রচনার জন্য। চুঁচুড়ায় রচনা পেয়েছেন ১,০৪,৪৯৬ ভোট, লকেট ১,১২৭৬০। বলাগড় বিধানসভা ক্ষেত্রে লকেট পেয়েছেন ১,০১৪,১২ ভোট, রচনা ৯৫,৪৬৫। সপ্তগ্রাম বিধানসভা ক্ষেত্রে লকেট পেয়েছেন ৮৭,৭৬০ ভোট, রচনা ৮৫,২৬৫।

বলাগড় বিধানসভায় বাড়ি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের। জানা যাচ্ছে, শান্তনুর বাড়ি যেখানে সেই বুথে লিড বিজেপির। জিরাট গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু অধ্যুষিত বুথ বাদ দিয়ে বাকি সব কটিতেই এগিয়েই বিজেপি। এমন অবস্থা আরও কয়েকটি পঞ্চায়েতেও।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বলাগড় বিধানসভা ক্ষেত্রে বিপুল লিড ছিল বিজেপির। সেই তুলনায় এবার কিছুটা কমেছে। কিন্তু ২০২১ সালের নির্বাচনে বলাগড়ে ৫,৭৮৪ ভোটে জেতেন তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী। যদিও ব্লক সভাপতি-র সঙ্গে তাঁর দ্বন্দ্ব বারেবারেই প্রকট হয়েছে।

দলের একাধিক নেতাদের সঙ্গে বিজেপির সরাসরির যোগসাজশের অভিযোগ বারবার করেছেন মনোরঞ্জন। ফেসবুকে সরব হন। ভোটের সময় দলের শীর্ষ নেতৃত্বের তরফে বিধায়ককে এলাকায় যেতে বারণ করা হয়েছিল। তৃণমূলের একাংশের অনুমান, মনোরঞ্জনকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছিলেন, সে কারণে মনোরঞ্জনের মুখ পোড়াতেই অন্তর্ঘাত হয়েছে। যা খতিয়ে দেখবে দল।

সিঙ্গুরে শিল্প আনার প্রতিশ্রুতি রাখতে না পারার খেসারৎ দিতে হয়েছে লকেটকে। সিঙ্গুরে রচনা পেয়েছেন ১,০২,৭৪০ ভোট, লকেট ৮৩,৯১৪। চন্দননগর বিধানসভার বিধায়ক হয়ে মন্ত্রী হন ইন্দ্রনীল সেন। চন্দননগরে রচনা পেয়েছেন ৭৯,২২২ ভোট, লকেট ৭২,৭৫৮ ভোট।

সিপিআইএমের প্রার্থী পাণ্ডুয়া বিধানসভা ক্ষেত্রে সব থেকে বেশি ভোট পেয়েছেন। এই বিধানসভা ক্ষেত্রে রচনা পেয়েছেন ১,০৬,১৯৩ ভোট, লকেটের প্রাপ্তি ৮০,৪০৭টি ভোট। রচনাকে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে অসীমা পাত্রর গড় ধনেখালি। সেখানে ভোটের দিন দীর্ঘদিন আটকে ছিলেন লকেট। কারচুপির অভিযোগ তোলেন, বিক্ষোভের মুখে পড়েন। ধনেখালি বিধানসভা ক্ষেত্রে রচনা পেয়েছেন ১,২৬,৭৩৬টি ভোট, লকেটকে থমকে যেতে হয়েছে ৮৪,৮৫৬ ভোট পেয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *