বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
‘ঠান্ডা আসছে, ঠান্ডা আসছে’ – এবার সেই বার্তায় দিলো আলিপুর হাওয়া অফিস। বাঙালি ঠান্ডার জন্য হা-হুতাশ করে চলেছে। এই অবস্থায় গতকালের মতো আবার আজকেও শীতের ফোরকাস্ট আছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা। গোটা রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। দক্ষিণ বঙ্গের মানুষ আনন্দে উদ্বেলিত।
কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আজ বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আকাশে মেঘ থাকবে। চলতি সপ্তাহে রাজ্যের কোনও জায়গাতেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টি হবে দার্জিলিং এ। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা। হতে পারে তুষারপাতও। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। তবে ঠান্ডা ভালো পড়বে।