বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শুক্রবার সকাল থেকে মন্ত্রী সুজিত বসুকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিধায়ক তাপস রায়ের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার তীব্র বিরোধিতায় বক্তব্য রাখছেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে ফিরহাদ হাকিম, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এজেন্সি দিয়ে বিজেপির চাপ বাড়ানোর কৌশল সম্পর্কে কটাক্ষ করেছেন। ভোটের আগে এজেন্সি দিয়ে তদন্ত করানো। বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা। বিজেপির পুরনো কৌশল। এমনই অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা দাবি করেছেন বিজেপি এজেন্সির মাধ্যমে এই কাজ করায়। রাজ্যে আবারও একটি তল্লাশি অভিযান হচ্ছে। এর শেষ কোথায় কেউ জানে না। যাদের বাড়িতে এই অভিযান হয়, তাদের কালিমালিপ্ত করে ।বিশেষ দিনে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ঘটনা সামনে আসছে ।এমনই মনে করছেন মন্ত্রী ।গোটা দেশ জুড়েই বিজেপির বিরোধী দলগুলোর উপরে এই কাজ চলছে। এমনই দাবি করছেন তিনি।
মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, “স্বামী বিবেকানন্দের জন্মদিনের সকাল থেকেই বিভিন্ন জনের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি রেড চালাচ্ছে। আমার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি রেইড চালিয়েছিল। ওরা ভেনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে ওদের কাজ করুক। আমরা সততার পথে আছি সততার পথেই থাকব। কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সির ওপর নির্ভর করে থাকুক। আমরা বাংলার মানুষের পাশে আছি। বাংলার মানুষকে সঙ্গে নিয়েই থাকব। বিভিন্নভাবে বাংলার বদনাম করার চেষ্টা করছে বিজেপি।”
রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্যের বিজেপি বিধায়কদের কথায় ও কেন্দ্রের বিজেপি সরকারের আদেশে কেন্দ্র এজেন্সিগুলি কাজ করছে। শুভেন্দু অধিকারীর কথার প্রেক্ষিতে এই রাজ্যে ইডি অভিযান বিভিন্ন জায়গায় হচ্ছে। এমন অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ক্যামেরার সামনে তাঁকে টাকা নিতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও এজেন্সির তদন্ত হয় না।
রাজনৈতিক প্রতিহিংসা দেখাচ্ছে বিজেপি। তৃণমূলের নেতাদের নাম কেন্দ্র এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে বিজেপি নেতারা। তারপর এজেন্সি অভিযান চালাচ্ছে। এভাবেই বিজেপি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে বিজেপি লড়তে পারছে না। এমনই দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।