Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শচীন তেন্ডুলকার! বিশ্ব ক্রিকেটে বিস্ময়! তিনিই ক্রিকেট খেললেন স্ট্রিট ক্রিকেটার দের সঙ্গে। সকলেই উচ্ছ্বাসে ভাসতে থাকেন।

 

 

শচীনের প্রতি অঙ্গ প্রত্যঙ্গে আছে ক্রিকেট। তাই ক্রিকেট দেখলে মাস্টারব্লাস্টার নিজেকে প্রকাশ না করে পারে না। ইদানিং
বাড়িতে সুযোগ পেলেই ব্যাট নিয়ে শ্যাডো করেন, কখনও টেনিস ক্রিকেট খেলেন। বাড়ির সামনে গলিতে ক্রিকেট খেলা দেখলে নিজেও নেমে পড়েন। শচীনের জীবনের বড় অংশ জুড়েই যে ক্রিকেট! এ বার কাশ্মীরের রাস্তায় স্থানীয়দের খেলতে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার। বেশ কিছুদিন ধরেই স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন শচীন তেন্ডুলকর। কিছুদিন আগে আগ্রায় গিয়েছিলেন। তাজমহলের সামনে স্ত্রী অঞ্জলির সামনে ছবিও তুলেছেন। তেমনই কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় একটি ব্যাট প্রস্তুতকারক সংস্থায় গিয়েছিলেন শচীন। সেখানে ব্যাট পরীক্ষা করে দেখেন। সেখানকার কর্মীদের সঙ্গে ছবিও তোলেন। সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যাও।

এর পরেই লিটল মাস্টারকে দেখা গেলো একদম স্বমহিমায়। পিচের রস্তায় কার্ড বোর্ডের বাক্সকে উইকেট বানিয়ে কিছু যুবক টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। মুহূর্তে শচীন গাড়ি থেকে নেমে এগিয়ে যায় তাদের দিকে। শচীন অনুরোধ করেন, আমি কি একটু খেলতে পারি? শচীনকে কেউ মানা করবেন না এমনটাই স্বাভাবিক। সকলেই উচ্ছ্বাসে ভাসতে থাকেন। স্বয়ং ক্রিকেটের ভগবান তাঁদের সঙ্গে ক্রিকেট খেলবেন! তবে সোজা ব্যাটে নয়, টেনিস বলে সচিন ব্যাটিং করলেন ব্যাটের হ্যান্ডেল দিয়ে। স্বর্গীয় সুখের অনুভূতি তাঁর ব্যাটিংয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভিডিয়ো পোস্ট করেছেন সচিন। দেখুন সেই আশ্চর্য মুহুর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *