Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ এবার পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৪২ এ ৩৫ আসন টার্গেট বেঁধে দিয়েছেন।

 

সেই পরিস্থিতিতেই বিজেপির রাজ্য সভাপতি হাওড়ার এক সভা থেকে আওয়াজ তুললেন, সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে অন্তত ৭ দফায় ভোট করাতে হবে। সুকান্ত মজুমদার বলেন,”নির্বাচন কমিশনে আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় সাত দফায় ভোট করার দাবি জানিয়েছে। সাত দফায় ভোট না হলে প্রহসন হবে। গতবার সাত দফায় ভোট হয়েছিল। আমরা বলেছি তার থেকে কম হবে না। এখানে সাত দফার থেকেও বেশি দফায় ভোট হওয়া উচিত।’’ যদিও সুকান্ত মজুমদারকে কটাক্ষ করতে মুহুর্ত দেরি করে নি তৃণমূল। তৃণমূল নেতা ডা. শান্তনু সেন সাংবাদিকদের বলেন, “একুশ সালে হেরেও বিজেপির লজ্জা হয়নি। তারপরও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সবেতেই বিজেপির পরাজয় হয়েছে। ৯২০ কোম্পানি কেন, ৯ হাজার ২০ কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছু হবে না।”

প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনী এনে খুব বেশি কি সুবিধা হবে? বিরোধীরা দুটি প্রশ্ন তুলিছেন – ভোটের আগেই রাজ্যের শাসকদল বাইক বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী ভোটারদের বুথে আসতে ভয় দেখাবে। আর কেন্দ্রীয় বাহিনীকে যেহেতু রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করবে, তাই কেন্দ্রীয় বাহিনীকে ততটা কাজেই লাগানো হবে না। সে যাই হোক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। কমিশনের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। যতদূর জানা যাচ্ছে, এবার লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *