Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সতর্কতা ছিল আবহাওয়া দপ্তরের তুষারপাত হবার, কিন্তুু সেই সব কথা না শুনেই পর্যটকেরা বের হয়ে পড়েছিলেন। এই কারনে বুধবার সিকিমের নাথুলাতে আটকে গেলেন পাচশো জন পর্যটক। অষ্কিজেনের অভাবে অসুস্থ হয়ে প ড়েছিলেন অনেকেই।

 

সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পশের জওয়ানেরা নিজেদের জীবন বিপন্ন করে গ্যাংটকে নিয়ে যাবার ব্যাবস্থা করেন।দুদিন আগের থেকেই আবহাওয়া দপ্তরের কাছ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল ঠান্ডা হাওয়ার সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিম প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে এদিন ভোর থেকেই শুরু হয় তুষারপাত সাথে হাওয়া। আটকে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন প্রায় একশোর বেশী পর্যটক। তাদের নিয়ে যান সেনাবাহিনীর জওয়ানেরা। তাদের চিকিৎসার ব্যাবস্থা করেন এবং খাবার পৌছে দেন। উৎসাহিত পর্যটকেরা যেতে চেষ্টা করলে সেনাবাহিনীর জওয়ানেরা আটকে দেন তাদের। অনেকেই নিজের চেষ্টায় হোটেল এবং লজে পৌছে যান। প্রচণ্ড প্রতিকুল আবহাওয়া পর্যটকদের বাধার সৃষ্টি করেছে বলে জানান হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে জানান হয়েছে যতক্ষন না পর্যন্ত আবহাওয়া অনুকুলে আসছে ততদিন পর্যন্ত পর্যটক দের সিকিমে ঢোকা বন্ধ থাকবে। এদিন সিকিম থেকে সিকিম প্রশাসন নিজেদের সরকারি গাড়ি দিয়ে বেশ কয়েকজন পর্যটকদের ফিরিয়ে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *