বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাঁচিতে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। ধোনির শহরে টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতকে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ২-১ ফলে এগিয়ে থেকে খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া।
প্রত্যাশা মতোই রাঁচিতে টেস্ট অভিষেক হল আরও এক বাংলা দল এর ক্রিকেটার আকাশ দীপের। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়। আকাশের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন মাঠে। টেস্ট ক্যাপ পাওয়ার পরই বঙ্গ ক্রিকেটার চলে যান পরিবারের কাছে। সেখানে পরিবারের সদস্যদের ছবিও তোলেন। একটা আবেগঘন মুহূর্ত তৈরি হল।
ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ভারতীয় এ দলের হয়েও দুরন্ত পারফরম্যান্স করেছেন আকাশ। দ্বিতীয় টেস্টের পরেই দলে সুযোগ পান আকাশ। অবশেষে চতুর্থ টেস্টেই আকাশের জন্য খুলে গেল ভারতীয় দলের দরজা। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড অপেক্ষা করছে। চার উইকেটে পেলেই টেস্টে ৭০০ উইকেট পেয়ে যাবেন অ্যান্ডারসন। ঘরের মাঠে ৩৫০ উইকেটের হাতছানি অশ্বিনের সামনেও।
পিচে ঘাসের আস্তরণ থাকলেও যে ফাটল রয়েছে তাতে স্পষ্ট জেএসসিএ স্টেডিয়ামের উইকেটও । ফলে স্পিনারদের কাছে বাড়তি সুবিধার হতে পারে।। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় দলে অবশ্য বড় রদবদলের হল না। এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুহরাহকে। তাঁর পরিবর্তে দলে এলেন আকাশ দীপ।
টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘টসে জিতে আমরা ব্যাটিং করব। ম্যাচের প্রথম কয়েক ঘণ্টাই বলে দেবে কেমন হতে চলেছে ম্যাচটা।’ অন্যদিকে রোহিত শর্মা বলেন, ‘আমরাও প্রথমে ব্যাটিং করতেই চাইছিলাম। তবে আমরা জয়ের জন্যই খেলতে নামছি। দলের প্রত্যেকেই ভালো ছন্দে আছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা। বুমরাহ বিশ্রামে থাকায় আকাশ দীপের এই ম্যাচে অভিষেক হয়েছে।’
শোয়েব বশিরের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এ দেশে পৌঁছতে দেরি হয়েছিল। তিনি বিশাখাপত্তনম টেস্টে খেললেও বাদ পড়েছিলেন রাজকোট টেস্টে। বশিরকে দলে ফেরানো হলো।এই টেস্টে বোলিং করতে পারেন বেন স্টোকস। তবে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, চতুর্থ টেস্টের সকালে। পারিবারিক কারণে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন রেহান আহমেদ। তিনি এই সিরিজের জন্য ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে কাউকে নিচ্ছে না ইংল্যান্ড দল।
ভারতীয় দল- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পাটীদার, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ
ইংল্যান্ড দল- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।