Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুক্রবার ভারতীয় ক্রিকেটের আকাশে উদিত হল এক নতুন নক্ষত্র। নাম আকাশ দীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলে অভিষেক হল বঙ্গ ক্রিকেটার আকাশ দীপের। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে ক্যাপ তুলে দি‌লেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে আকাশ দি‌লেন মূল্যবান পরামর্শ। ভারতীয় দলে অভিষেক মুহূর্ত যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো।

 

ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগেই মাঠে টিম মিটিং করে ভারতীয় দল। সেখানেই দলের সবার সামনে আকাশের যাত্রা পথের কাহিনি বর্ণনা করেন ভারতীয় দলের কোচ। বিহারের ছোট্ট গ্রাম থেকে কীভাবে দিল্লি-কলকাতা আবার রাঁচিতে আকাশের স্বপ্নপূরণ হল সেই রোমাঞ্চকর কাহিনিই সবার সমানে বলেন দ্রাবিড়।

আকাশের হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার আগে দ্রাবিড় বলেন, ‘এখান থেকে ২০০ কিমি দূর থেকে তোমার যাত্রা শুরু হয়েছিল। এই পথে তুমি অনেক পরিশ্রম করেছ, কষ্ট সহ্য করেছ। অনেক উপর-নীচ দেখেছো। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের টানে দিল্লি গিয়েছিল সেখানে কিছু না হওয়ায় দিল্লি থেকে বাংলা চলে গেল। ঘরোয়া ক্রিকেট খেললে। তোমার যাত্রাটা পুরোটা ঘুরে আবার রাঁচিতে মিশে গেল। তোমার গ্রাম থেকে ২০০ কিমি দূরে।’
একইসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এখানে তুমি ইন্ডিয়া ক্যাপ পাচ্ছো। খুশির কথা এই যে তোমার মা এবং কিছু পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন। দুঃখের কথা এই যে তোমার বাবা এবং দাদা এই সময়ে তোমার পাশে নেই। ওরা যেখানেই থাকুন তোমাকে আর্শীবাদ করবেন।এই পাঁচটা দিন খেলাটা উপভোগ করো।’

অভিষেকের পরে আকাশ দীপ বলেন, ‘আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলব। আমাদের গ্রামের খুব কাছে এই সুযোগ পাওয়ায় খবু ভালো লাগছে। একইসঙ্গে দায়িত্বও অনেক বেড়ে গেল।’ আকাশের মাও আবেগপ্রবণ হয়ে পড়লেন ছেলের এই মুহূর্তে। তাঁর কথায়, ‘ভাষায় প্রকাশ করতে পারব না আমার অনুভূতি।’

রাঁচিতে বোলিং করতে নেমেই আগুনে পারফরম্যান্স করলেন আকাশ। প্রথম সেশনে মাত্র ছয় ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন আকাশ। ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার পরিচয় দিয়ে দিলেন বঙ্গ পেসার।। ম্যাচের শুরুতে বল হাতে আউট করলেন ইংল্যান্ডের তিন ব্যাটারকে। জ্যাক ক্রলি, বেন, ডাকেট এবং অলি পোপ আকাশ দীপের বলেই আউট হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *