বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরলেন কৌস্তভ বাগচী। গতকালই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তারপরেই তাঁর মুখে শোনা গিয়েছিল শুভেন্দুর স্তুতি। সেই থেকেই জল্পনা শুরু হয়েছিল। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তিনি। যদিও সেকথা তিনি স্পষ্ট করে জানাননি। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
পদ্মশিবিরের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গে চাকরি প্রার্থীদের মিছিলে হেঁটেছিলেন কৌস্তুভ বাগচী। তারপর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কৌস্তভ বাগচির বিরোধ চরমে উঠেছিল। সেটিও অনুঘটকের মতো কাজ করেছিল।
গতকাল তিনি ইমেইলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর পদত্যাগ পত্র। তিনি অভিযোগ করেছিলেন সন্দেশখালির মতো এতোবড় ঘটনায় যেভাবে কংগ্রেস কাজ করেছে সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই ঘটনা নিয়ে দলের তেমন আগ্রহই ছিল না বলে অভিযোগ করেছিলেন কৌস্তভ বাগচী। শাসক দলের সঙ্গে লড়াই করতে পারবে না কংগ্রেস এমনই অভিযোগ করে তিনি পদত্যাগ পত্র পাঠান।