Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইডি অফিসাররা মার খাওয়ার পর যেন উধাও হয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান। একজন জলজ্যন্ত মানুষ কীভাবে সবার দৃষ্টির বাইরে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। ইডি দাবি করেছিল সে দিন বাড়িতেই ছিলেন শাহজাহান। কেউ বলেছিলেন, পুলিশের আশ্রয়েই আছেন লুকিয়ে।

 

নদী ঘেরা ছোট এলাকায় কীভাবে পালাতে পারলেন, সেই উত্তর কারও কাছে ছিল না। ৫৬ দিনের মাথায় সেই নাটকের যবনিকা (Sheikh Shahjahan Arrested) পড়ল আজ বৃহস্পতিবার। দীর্ঘদিন কোথায় ছিলেন বেতাজ বাদশা। ৫৬ দিন ধরে যা হল তা হার মানানে সিনেমার স্ক্রিপ্টকেও।

শাহজাহান ‘নিখোঁজ’ হয়ে গেলেন

৫ জানুয়ারির পর আর খোঁজ পাওয়া যায়নি শেখ শাহজাহানের। বাড়ির পাশে সিসিটিভি লাগানো হয়েছিল আদালতের নির্দেশে। সেখানেও ধরা পড়েনি কোনও ছবি। তাঁর ভাই ক্যামেরার সামনে এলেও কোনও তথ্য সামনে আসেনি।

শাহজাহান আছেন সন্দেশখালিতেই

নিজের গ্রাম ছেড়ে কি আর চলে যাবেন শাহজাহান! আশপাশেই আছেন। এমনটাই বলেছিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক তথা দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম। জল্পনার মাঝে তাঁর বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে কি সন্দেশখালিতেই শাহজাহান?

অখিল গিরির নতুন তত্ত্ব

কোথায় শাহজাহান? এই প্রশ্নের উত্তর হঠাৎ মুখ খুলেছিলেন অখিল গিরি। রাজ্যের অন্যতম মন্ত্রী অখিল গিরি দাবি করেছিলেন, চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শেখ শাহজাহান। কী রোগ? কিসের চিকিৎসা করাতে গেলেন, সেই উত্তর পাওয়া যায়নি। তবে জল্পনা তৈরি হয়েছিল, রাজ্যের বাইরে কি চলে গিয়েছেন শাহজাহান?

বিরোধীরা আঙুল তোলেন পুলিশের দিকেই

দিনের পর দিন কেটে যাচ্ছে। পুলিশ খোঁজ দিতে পারছে না শাহজাহানের। এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর মতো নেতারা বলতে শুরু করেন, পুলিশের আশ্রয়েই আছেন শাহজাহান। সেই কারণেই নাগাল পাওয়া যাচ্ছে না।

সন্দেশখালিতে টহল দিলেন ডিজি

অশান্ত পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগে সন্দেশখালিতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি টহল দেন গোটা এলাকায়। টহল দেন নদীবক্ষেও। জল্পনা শুরু হয়, তবে কি নদীর ওপর এক পারে আছেন শাহজাহান? এবার কি আসবেন পুলিশের জালে?

তারপরও বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। এর মধ্যে হাইকোর্ট নির্দেশ দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। এরপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, শীঘ্রই দেখা যাবে আশার আলো। আর বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মঙ্গলবার রাত ১২ টা থেকেই পুলিশের হেফাজতে আছেন শেখ শাহজাহান। আর বৃহস্পতিবার ভোরে অবশেষে গ্রেফতার করল পুলিশ। আর গ্রেফতারের পরেই ফের বিস্ফোরক বিরোধী দলনেতা। তাঁর কথায়, এটা গ্রেফতার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *