Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস এখনও লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু আসানসোলে শত্রুঘ্ন সিনহাকেই রাখার ইঙ্গিত দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উপনির্বাচনে জিতে সাংসদ হওয়া শত্রুঘ্নকে এবার কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। বিহারী তথা অবাঙালি অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে জনপ্রিয় ভোজপুরী অভিনেতা ও গায়ক পবন সিংকে প্রার্থী করে চমক দিল বিজেপি।

১৯৮৬ সালের ৫ জানুয়ারি বিহারের আরার জোকাহরি গ্রামে জন্ম পবনের। ৩৮ বছর বয়সে পবন ইতিমধ্যেই ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা গায়কদের অন্যতম। কাকা অজিত সিংয়ের কাছে গান শেখা শুরু। ছোটবেলা থেকে গান শিখেছেন। তাঁর গান এতটাই জনপ্রিয় যে পবনকে ভোজপুরী ইন্ডাস্ট্রির পাওয়ার স্টার বলা হয়।

ভোজপুরী পপ গান গেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন শো মাতিয়ে রাখতেন। মাত্র ১১ বছর বয়সে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়, সেটা ১৯৯৭ সাল। ২০০৭ সালে তাঁর প্রথম ছবি রঙ্গলি চুনাড়িয়া তোহরে নাম মুক্তি পায়। ২০০৮ সালে তাঁর ললিপো লাগেলু গানটি খ্যাতি এনে দেয়।
ডোন্ট টাচ মাই বডির সানিয়া মির্জা কাট নাঠুনিয়া গানটিও বেশ জনপ্রিয় হয়। তেলুগু ছবির রিমেক-সহ একাধিক ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে বেশ কয়েকটি হিট ছবিও রয়েছে। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি তাঁর প্রচুর অ্যালবাম রয়েছে। হিন্দিতেও গান গেয়েছেন।

২০২০ সালে বলিউডে পদার্পণ করে বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন, যা শ্রোতাদের মন জয় করেছে। ২০১৪ সালে তিনি বিয়ে করেছিলেন নীলম সিংকে। যদিও পরের বছরই নীলম আত্মঘাতী হন। ২০১৮ সালে পবন বিয়ে করেন জ্যোতি সিংকে। যদিও সেই বিয়েও টেকেনি।
জ্যোতি পবনের বিরুদ্ধে গর্ভপাতে জোর করার অভিযোগ তুলেছিলেন। গার্হস্থ হিংসার অভিযোগও আনেন। এ ছাড়া ২০১৯ সালে ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে।

ওই অভিনেত্রী দাবি করেছিলেন, পবনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ২০১৮ সালে পবনের বিয়ের পর সম্পর্ক থেকে সরে আসেন। যদিও তা টিকিয়ে রাখার জন্য পবন জোর দিতেন বলে অভিযোগ। তাঁর কথা না মানলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না, এমন হুমকিও তিনি দেন বলে অভিযোগ। যদিও তা মানেননি পবন।
মনোনয়ন দাখিলের পরই তাঁর সম্পত্তির পরিমাণ বিস্তারিত জানা যাবে। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, পবনের সম্পত্তির পরিমাণ ৫০ থেকে ৬৫ কোটি টাকার মধ্যে। ভোজপুরী ছবিতে এখন তাঁরই সবচেয়ে বেশি দর। একেকটি ছবিতে অভিনয়ের জন্য তিনি ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নেন।

গান গাওয়ার জন্য নেন ২ থেকে ৩ লক্ষ টাকা। পবনের বার্ষিক আয় ৩ থেকে ৫ কোটি টাকার কাছাকাছি। মুম্বই ও বিহারে তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। মুম্বইয়ের লোখাণ্ডওয়ালায় তাঁর অভিজাত ফ্ল্যাটের দাম প্রায় ৩ কোটি টাকা। বিহারে প্রচুর জমিও রয়েছে।

লাক্সারি গাড়িও রয়েছে পবনের গ্যারাজে। মার্সিডিদ বেঞ্জের যে গাড়িটি (Mercedes-Benz GLE 250d) রয়েছে তার দাম ৭৮ লক্ষ টাকা। ২৫ থেকে ৩০ লক্ষ টাকা দামের টয়োটা ফরচুনারও রয়েছে। এ ছাড়াও রয়েছে মাহিন্দ্রা স্করপিও। তবে এখনও শত্রুঘ্ন সিনহার সম্পত্তির চেয়ে অনেকটাই পিছিয়ে পবন। পবন সিং বিজেপিতে যোগদান করেছিলেন ২০১৭ সালে। তাঁর মতোই ভোজপুরী অভিনেতা মনোজ তিওয়ারি, রবি কিষাণদের এবারেও টিকিট দিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *