Spread the love

আজ সকালে প্রচণ্ড কুয়াশা এবং মেঘের কারনে ঠান্ডা বাড়ে শৈলশহরে। আজ সকাল থেকেই দার্জিলিং এ আবহাওয়া অনেকটাই নীচে নেমে যায়। তাপমাত্রা নেমে যাওয়ার কারনে পর্যটকেরা ঘুম এবং টাইগার হিলে ভীড় করেন। সকাল থেকেই অনেক পর্যটক হোটেল ছেড়ে ভীড় করেন টাইগার হিল এ। কুয়াশায় ভীজে যায় শৈল শহরের রাস্তা।এই কদিন সেভাবে ঠান্ডা না পড়ায় পর্যটকেরা একেবারেই হতাশ ছিলেন। কিন্তুু আজ সকাল থেকেই দার্জিলিং এর আবহাওয়া একেবারেই অন্য রকমের হয়ে যায়। সকাল না সন্ধ্যা সেই ভাবেই অনেক পর্যটক ভুল করে ফেলেন। সকাল থেকে পর্যটক দের ভীড় অনেক মানুষ রাস্তায় চলে আসেন। তবে এবারের ব্যাপারটা একেবারেই আলাদা। কারন অন্যান্যবারের চাইতে এবারে অনেক বেশী পরিমানে এসেছেন পর্যটকেরা। তাই তাদের জন্য অন্য ধরনের ব্যাবস্থাও করে রেখেছেন হোটেল মালিকেরা। বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার এবং আলাদা করে তাদের মনের খোরাক যোগাচ্ছেন তারা। আজ সকালে অসাধারন আবহাওয়ায় চমকে যান অনেক মানুষ। বিশেষ করে তাপমাত্রা কমে যাওয়ার কারনে আজ সকাল থেকেই পর্যটকদের ভীড় ছিল দার্জিলিং এবং তার আশেপাশের এলাকাজুড়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *