Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার বিজেপি প্রথম তালিকায় ১৯৫ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকায় যাঁদের নাম নেই তার মধ্যে মেদিনীপুর আসন কিংবা সেখানকার সাংসদ দিলীপ ঘোষও রয়েছেন। এদিন দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন।

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বিরোধীদের বিশেষ করে বিজেপির অস্ত্র সন্দেশখালি ইস্যু। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে রাজ্যকে ধ্বংস করায় অভিযুক্ত করেছেন। সঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সমস্যাকে মিটিয়ে ফেলতে পারেন, তাহলে বাংলায় ছড়িয়ে পড়া নৈরাজ্য ঠান্ডা করতে দু’মিনিট সময় লাগবে।

সন্দেশখালিতে উত্তেজনা ও সেখানে প্রধান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারে দেরি নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, গুণ্ডা ও ধর্ষকদের তৃণমূলের পতাকার নিচে সুরক্ষা দেওয়া হয়। বিরোধী ও মিডিয়ার চাপেই তাকে গ্রেফতার করা হয় বলে মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যের প্রতিটি কোণায় গুণ্ডা ও ধর্ষকরা রয়েছে। তারা তৃণমূলের পতাকার নিচে সুরক্ষিত। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল একজন ধর্ষক ও অপরাধীকে দু’মাসের জন্য বাঁচিয়েছে। বিজেপির প্রতিবাদ ও মিডিয়ার চাপে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার বাধ্য হয় এবং দল তাকে সাসপেন্ড করে।

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে। তারা সম্পত্তি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম সব কিছু লুট করেছে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর ইস্যুকে ঠান্ডা করতে পারেন, তাহলে বাংলাকে ঠান্ডা করতে তার মাত্র দুই মিনিট লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *