Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের তোপের মুখে জেলাশাসকরা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা কমিশনের। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে (Election Commission of India) আজ সোমবার সকাল থেকে দফায় সফায় বৈঠক হচ্ছে।

প্রথমে সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে এবং দুপুরের পর থেকে সমস্ত জেলার জেলা শাসক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রস্তুতি (Lok Sabha Election 2024) সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

আর সেই বৈঠকেই ভুয়ো ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলে কমিশনের ফুল বেঞ্চ (Election Commission of India)। ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে রাজনৈতিক দলগুলির কেন এত অভিযোগ তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্দিষ্ট একটি জেলা নয়, সমস্ত জেলায় একাধিক অভিযোগ নিয়ে কার্যত এদিন কমিশনের তোপের মুখে পড়েন একাধিক জেলার জেলাশাসকরা। বিষয়টি যে ফুল বেঞ্চ মোটেই ভালো চোখে নেয়নি তা স্পষ্ট এদিন জেলাশাসকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও সমস্ত জেলার পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে কমিশনের ফুলবেঞ্চ। এমনকি সন্দেশখালির প্রসঙ্গও এদিন উঠে আসে এদিনের বৈঠকে। এই বিষয়ে রীতিমত বসিরহাটের এসপিকে কড়া বার্তাও দেওয়া হয়েছে কমিশনের তরফে। যেভাবে সন্দেশখালিতে ভয় দেখানো, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে তাতে সিনিয়ার অফিসারদের সরিয়ে দেওয়া হবে বলেও কমিশনের তরফে বার্তা দেওয়া হয়েছে।

পাশাপাশি রাস্তায় নেমে পুলিশ সুপারদের কাজ করার নির্দেশ কমিশনের তরফে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সামলাতে কড়া ব্যবস্থা নিতে হবে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে অন্তত একবার করে বসার নির্দেশও দেওয়া হয়েছে এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অন্যদিকে এদিন জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের তরফে সর্বদল বৈঠক করা হয়। যেখানে শাসকদলের তরফে ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। পাশাপাশি কংগ্রেস এবং বিজেপির একাধিক প্রতিনিধিও উপস্থিতি ছিলেন। আর সেই বৈঠকেই ভুয়ো ভোটার সহ একাধিক অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে বিরোধী রাজনৈতিক দলের তরফে করা হয়।

আর এরপরেই বিষয়টি নিয়ে জেলাশাসকের কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি ভোটের (Lok Sabha Election 2024) দফা নিয়েও এদিন আলোচনা হয়েছে। শাসকদলের তরফে এক দফায় ভোট করানোর দাবি জানানো হয়েছে। অন্যদিকে ভোটে বাহিনীকে যাতে ঠিক ভাবে ব্যবহার করা হয় সেই দাবি বিরোধীদের তরফে দেওয়া হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *