Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধরমশালায় পঞ্চম তথা শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড। ভারতীয় টেস্ট দলে অভিষেক দেবদত্ত পাড়িক্কলের। ভারতীয় দলে দুটি পরিবর্তন। ইংল্যান্ড দলে একটি পরিবর্তন।

ইতিমধ্যেই ভারত সিরিজ পকেটে পুরে ফেলেছে। রোহিত শর্মারা ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছেন। নিয়মরক্ষার টেস্ট হলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের জন্য দুই দলই গুরুত্ব দিচ্ছে এই টেস্টকে।

ভারতীয় টেস্ট দলে অভিষেক হলো দেবদত্ত পাড়িক্কলের। ২০২১ সালের পর এই প্রথম কোনও টেস্ট সিরিজে ভারতের পাঁচ ক্রিকেটারের অভিষেক হলো। রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টো আজ শততম টেস্ট খেলছেন। টসের পর রীতি মেনে অশ্বিনকে শততম টেস্টের জন্য বিশেষ স্মারক দেওয়া হয়। সন্তানদের নিয়ে ছিলেন স্ত্রী প্রীতি। হেড কোচ রাহুল দ্রাবিড় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে স্মারক তুলে দেন।

মাঠে বেয়ারস্টোকেও শততম টেস্টের বিশেষ ক্যাপ দেওয়া হয় ইংল্যান্ডের তরফে। জো রুটকে দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে নিয়ে বেয়ারস্টোকে এই টেস্টের জন্য শুভেচ্ছা জানাতে। ছিলেন বেয়ারস্টোর মা জানেট, বোন বেকি এবং সন্তানকে নিয়ে পার্টনার মেগান। বেন ফোকস খেলছেন ২৫তম টেস্ট। তাঁকেও বিশষ ক্যাপ উপহার দেওয়া হয় ইংল্যান্ড দলের তরফে।

রোহিত শর্মা জানান, তিনি টস জিতলে ব্যাটিংই নিতেন। উইকেট বেশ শক্ত। ফলে বোলাররা সাফল্য পাবেন বলে আশাবাদী হিটম্যান। আকাশ দীপকে বসিয়ে জসপ্রীত বুমরাহকে ফেরাল ভারত। রজত পাটীদার চলতি সিরিজে ব্যর্থ। যদিও তিনি গতকাল অনুশীলনে চোট পেয়েছেন বলে উল্লেখ করলেন রোহিত।
বিসিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে. গতকাল অনুশীলনে গোড়ালিতে চোট লেগেছে রজতের। সেই জায়গায় যন্ত্রণা রয়েছে আজ সকালেও। ফলে এই টেস্টে খেলতে পারছেন না পাটীদার। তাঁর জায়গাতেই দলে এসেছেন পাড়িক্কল। যদিও পাটীদারের জায়গায় পাড়িক্কলকে খেলানোর সম্ভাবনা শোনাই যাচ্ছিল।

রজত বিশাখাপত্তনম টেস্টে ৩২ ও ৯, রাজকোটে ৫ ও ০ এবং রাঁচিতে ১৭ ও ০ রানে আউট হয়েছিলেন। তারপর থেকেই দলে তাঁর জায়গা ধরে রাখার সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল।
ভারত- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, দেবদত্ত পাড়িক্কল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *