বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ছিল। তার মধ্যেই সৌরভের সঙ্গে এদিনের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি পর্বের প্রথম ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালস WPL-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। আবার ২২ মার্চ থেকে আইপিএল শুরু। কাল সৌরভ কলকাতায় একটি স্পোর্টস কনক্লেভেও যোগ দেবেন।
সবমিলিয়ে ক্রিকেট নিয়ে আপাতত চরম ব্যস্ত সৌরভ। তবে তিনি যা বলেন, তা করে দেখান। আর সে কারণেই এত ব্যস্ততার মধ্যেও মহারাজ এগিয়ে চলেছেন তাঁর আরেকটি প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যের দিকে। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সৌরভ ঘোষণা করেছিলেন, শালবনীতে ইস্পাত কারখানা স্থাপনের।
সৌরভ নিজে লগ্নি করছেন বাংলার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যেই। শালবনীতে জমি কিনেছেন। যদিও স্রেফ বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে সৌরভের এই শুভ উদ্যোগকে সমালোচনাও করেছিল বিজেপি। অনেকেই মিথ্যা তথ্য পেশ করে সৌরভকে আক্রমণ করেছিলেন।
বিদেশের মাটিতে পেসারদের বাউন্সার অবলীলায় বাউন্ডারিতে পাঠানো সৌরভকে অবশ্য এমন নিম্নরুচির রাজনৈতিক আক্রমণে টলানো যায় না। সৌরভ বলেছিলেন, দ্রুতগতিতে কাজ চালিয়ে কারখানা তিনি তৈরি করবেন। আসলে বরাবরই মাঠে ব্যাট হাতে জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা মহারাজ এই ক্ষেত্রেও যাবতীয় জবাব দেবেন কাজের মাধ্যমেই।
সম্প্রতি, ডোনা গঙ্গোপাধ্যায় অংশ নিয়েছিলেন দিদি নং ১ অনুষ্ঠানে। সেই পর্বেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে মমতাকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সৌরভের নবান্নে যাওয়ার পর নানা জল্পনা শুরু হয়।
সেই জল্পনার তালিকায় ছিল দাদাগিরিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে সৌরভ গিয়েছেন কিনা। গতকাল বিকেল পাঁচটা নাগাদ সৌরভ নবান্নে গিয়েছিলেন। আধ ঘণ্টার কাছাকাছি ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইস্পাত কারখানা গড়া নিয়েই আলোচনা হয়েছে। আর কিছু নয়। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী নিজেও শালবনীর ইস্পাত কারখানা নিয়ে আশাবাদী। জেলা সফরে খোঁজও নিয়েছেন অগ্রগতি প্রসঙ্গে।