Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির অস্বস্তি আরও বাড়ল। গত বৃহস্পতিবার বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর শুক্রবার দলের ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বিজেপি ছাড়ার কথা জানিয়ে বিজেপির জেলা সভাপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি দল ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

বিজেপির তরফে কুনার হেমব্রমের দল ছাড়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাওয়া হয়নি। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কুনার হেমব্রম রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছিলেন আগেই। দলের কাজে অব্যাহতি চেয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণে দলের সভায় থাকতে পারছেন না বলে জানিয়েছিলেন। তবে কুনার হেমব্রমের দল ছাড়ার খবর অস্বীকার করেছেন তিনি। শমীক ভট্টাচার্য বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির একটাই মুখ, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শমীক ভট্টাচার্য দাবি করেছেন, আর যাই হোক না করেন, পশ্চিমবঙ্গে ২৪-এর পর থেকে বিজেপির আসন সংখ্যা গোনার কাজ শুরু হবে। প্রসঙ্গত বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১৯৫ জনের মধ্যে ঝাড়গ্রামের নাম ছিল না। সেই সময়ই জল্পনা তৈরি হয়, এবার ঝাড়গ্রাম থেকে প্রার্থী নাও করা হতে পারে কুনার হেমব্রমকে।

এর আগে অবশ্য ২০২১-এর বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি আসনের সবকটিতেই পরাজিত হয় বিজেপি। তারপর পঞ্চায়েত নির্বাচনেও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বিজেপি যে নড়বড়ে তা সামনে এসে পড়ে।
ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু ব্যক্তিগত কারণে তিনি দলের কাজে সময় দিতে পারছেন না। বয়সজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাই সক্রিয় রাজনীতিতে সম্ভব হচ্ছে না। তাই অন্য কোনও দলে নয়, সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চাইছেন। না। সেই কারণে দল ছাড়ার কথা জানিয়ে জেলা সভাপতিকে চিঠি দিয়েছেন। অন্য কোনও দলে তিনি যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন।

লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে না, তার ইঙ্গিত পেয়েই কি দল ত্যাগ ? এই প্রশ্নের উত্তরে কুনার হেমব্রম বলেছেন, কে টিকিট পাবেন কিংবা পাবেন না, তা আগে থেকে বোঝা যায় না। শারীরিক কারণেই তিনি আপাতত দল করবেন না বলে জানিয়েছেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যার ভুগছেন কুনার হেমব্রম। সুগারের পাশাপাশি হাঁটাচলাতেও সমস্যা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য এবার একাধিক নাম উঠে এসেছে। তাঁর মধ্যে রয়েছেন প্রণব টুডু। এছাড়াও মৌসুমী মুর্মু ও ক্ষুদিরাম টুডুদেরও নামও উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *