বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ব্রিগেডমুখী সন্দেশখালির মহিলাদের একাংশ! লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) আগে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি! সেখানে মহিলাদের উপর অত্যাচারের বিষয়টিকে সামনে রেখে লাগাতার আন্দোলনে বঙ্গ বিজেপি। এমনকি আজ রবিবারও তৃণমূলের ব্রিগেডের পালটা সন্দেশখালিতে সভা করবে বঙ্গ বিজেপি।
যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন বলে জানা গিয়েছে। কিন্তু ব্রিগেডের (TMC Brigade Rally) উদ্দেশ্যেই আসতে শুরু করেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। ইতিমধ্যে সেই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
যেখানে নৌকায় নদী পেরিয়ে মহিলাদের কলকাতায় আসতে (TMC Brigade Rally) দেখা যাচ্ছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গত কয়েকদিন ধরেই সন্দেশখালিতে মহিলাদের ভয় দেখানো হচ্ছে। বিজেপির সভায় তাঁরা যাতে না যায় সেই কথা বলা হচ্ছে বলেও দাবি স্থানীয় নেতৃত্বের। যদিও সন্দেশখালির মানুষকে নিয়েই সভা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ব্রিগেডের (TMC Brigade Rally) জন্য বিজেপি বাস-গাড়ি কিছুই পাবে না। বাইরে থেকে লোক নিয়ে যাওয়া হবে না। সন্দেশখালির মা-বোনেদের নিয়েই এই সভা হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। আর এই সভা ঘিরে সন্দেশখালি জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বাংলায় এসে সন্দেশখালি ইস্যুতে শাসকদলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ ঘটনায় শিউরে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি।
পালটা নারী দিবসের আগে মিছিল থেকে সন্দেশখালি নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সব সন্দেশ সত্যি হয় না বলে তোপ দাগেন তিনি। এমনকি সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের ব্রিগেড। লাখ লাখ মানুষের জমায়েতের দাবি। আর সেই মঞ্চ থেকে এদিন তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের সমাবেশ। সেই সমাবেশে যোগ দিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, মুর্শিদাবাদ জেলার থেকে আগত তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ইকোপার্ক এক নম্বর গেটে। সেখান থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা। অন্যদিকে শিয়ালদহ এবং হাওড়া স্টেশন হয়েও বহু কর্মী-সমর্থক ব্রিহেডের সভায় যোগ দিতে আসছেন।