Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকালের দিকে একটা শিরশিরে উত্তুরে বাতাস এখনও আছে। উত্তর- পূর্বের এই বাতাসে বেশ মনোরম পরিবেশ। যদিও বেলা বাড়লে তাপমাত্রা বাড়ছে। তবুও সবটা মিলিয়ে একটা দারুন বাসন্তিক পরিবেশ মানুষ উপলব্ধি করছে। গত দু-তিন দিন থেকে নিম্নমুখী তাপমাত্রার পারদ। এককথায় মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে। তবে এবার ফের আবহাওয়া পরিবর্তনের আভাস দিল আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আজ ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে চরিত্র বদল করবে আবহাওয়া। যার জেরে ফের বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে পূর্বাভাস থাকলেও গত ২/৩ দিন বৃষ্টি হয় নি। এবার রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া-অফিস। ক্রমশ্য উর্দ্ধমুখী হবে পারদ। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ওদিকে আপাতত ৩-৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া। ১৪ই মার্চ বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে শুষ্ক থাকবে আবহাওয়া। আজ রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে দার্জিলিংয়েও হবে বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না। এবার ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *