বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: ২ লক্ষ ভোটে হারাব অভিজিৎ গাঙ্গুলিকে। বিজেপি প্রার্থীর প্রচার মঞ্চে দাঁড়িয়েই একথা বলছেন বিজেপি নেতা। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে িগয়েছে। বৃস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের নির্বাচনী প্রচারের জন্য ময়না বিধান সভার পায়রাচক গ্রামে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল ।
দুপুর নাগাদ সেই মঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছানোর আগে স্থানীয় বিজেপি নেতৃত্বরা সেখানে অভিজিৎ বাবুর সমর্থনে প্রচার চালাচ্ছিলেন।সেই প্রচার মঞ্চ থেকেই বক্তব্য রাখা কালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দু’লক্ষের বেশি ভোটে হারাবো বলে ফেলেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। আর তৎক্ষণাত সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। চন্দন মন্ডল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন।
ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের পায়রাচক গ্রামের মাঠে তখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে পৌঁছোন নি। সে সময় জনগনের উদ্দ্যেশে বক্তব্য রাখছিলেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে ঘটে এমন বিপত্তি। একবার নয় বার বার বলে ফেললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দু’লক্ষেরও বেশি ভোটে হারাবো। যদিও ওই বিজেপি নেতা চন্দন মন্ডলের দাবি তিনি ভুলে করে দেবাংশুর নাম বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলে ফেলেছেন।
তমলুকে এবার হাড্জাহা়ড্ডি লড়াই। একদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবং জনপ্রিয় যুবনেতা। দেবাংশুর জনপ্রিয়তা রয়েছে যুবাদের মধ্যে। সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই তমলুকের ময়দানে দেবাংশুকে নামিয়েছে তৃণমূল কংগ্রেস। বামেদের প্রার্থীও কম জোড়াল নয় এই কেন্দ্রে।
গতকাল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। প্রচারে গিয়ে নাকি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছিলেন তিনি। তারপরেই শাসক দল তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। যদিও তাতে বিন্দু মাত্র ভিত নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়।