Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::লোকসভা ভোটের আগে ফের বিপুল পরিমান টাকা উদ্ধার হল কলকাতা শহরে। চেতলায় এক ছাতু ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গত ২ দিন ধরে সেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমান টাকা উদ্ধার করা হয়েছে।

এতো টাকা কোথা থেকে এলো তার কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। এমনই জানিয়েছেন তদন্তকারীরা। তাঁদের কাছে খবর ছিল যে আয়কর ফাঁকি দিচ্ছেন সেই ব্যবসায়ী। তারপরেই তাঁরা গত ২৭ তারিখ তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। তারপরে তাঁর অফিস থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন তাঁরা।

এর আগেও কলকাতা থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার করেছে পুলিশ। সেটা বড়বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। এবার ভোটে যাকে টাকার ব্যবহার না হয় সেকারণে তৎপর নির্বাচন কমিশন। এমনিতেই উত্তর কলকাতাকে ফিনান্সিয়াল সেনসিটিভ জোন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও রাজ্যের ৫ লোকসভা কেন্দ্রকে ফিনান্সিয়াল সেন্সিটিভ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মূলত সীমান্তবর্তী এলাকার লোকসভা কেন্দ্র গুলিতে টাকার লেনদেন বেশি হয় সেকারণেই এই কেন্দ্রগুলিকে ফিনান্সিয়াল সেন্সিটিভ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতার হঠাৎ করে এতো টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এতোটাকা ব্যবসায়ী কেন অফিসে রেখেছিলেন সেগুলি নিয়ে কী পরিকল্পনা ছিল। কোথায় টাকা পাঠানোর কথা ছিল এবং কেন টাকা পাঠানো মজুত করা হয়েছিল তার কোনও সদুত্তরই দিতে পারেননি ব্যবসায়ী।

কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি তল্লাশি চালিয়েছিল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেক ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি কেন সেই বিপুল পরিমান টাকা তাঁর বাড়িতে মজুত করা হয়েছিল তার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *