Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::তিনি এক সময় ছিলেন বঙ্গ রাজনীতির চাণক্য। বাম জমানার শেষ থেকে তৃণমূলের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ছিলেন বঙ্গ রাজনীতির অন্যতম মুখ। তিনি এখন অসুস্থ। বাড়িতেই সব সময় থাকেন। কাঁচরাপাড়ার বাড়িতে মুকুল রায়কে দেখতে গেলেন অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন মুকুল। এই কথাই জানা গিয়েছে।

 

মুকুল রায় বেশ কয়েক বছর হল সক্রিয় রাজনীতি থেকে সরে রয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরেই অসুস্থ। নিজের বিধানসভা কেন্দ্রেও এখন আর যেতে পারেন না বলে খবর। সেই মুকুল রায়ের বাড়িতেই শুক্রবার পৌঁছালেন অর্জুন সিং। ব্যক্তিগত স্তরে দুজনের কথাবার্তা হয়েছে। অর্জুন সিং সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন।

অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন। যদিও পরে তিনি দলবদল করেন। এবার তৃণমূলে তিনি টিকিট পান। ফের বিজেপিতে যাওয়া অর্জুনের। এরপর ব্যারাকপুর কেন্দ্র থেকেই তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। তৃণমূলের নতুন প্রজন্মের নেতা পার্থ ভৌমিকের বিরুদ্ধে অর্জুনের লড়াই।

পার্থ ভৌমিক কয়েকদিন আগে মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন। মুকুল রায়ের সঙ্গে কথা বলেন তিনি। মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর করতে তিনি গিয়েছেন। দুজনের মধ্যে সৌজন্য কথাবার্তা হয়েছে। এ কথাই জানিয়েছিলেন পার্থ ভৌমিক। এবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গেলেন বিজেপির প্রার্থী অর্জুন।
অর্জুন সিংকে মুকুল রায় চিনতে পেরেছেন। পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন অর্জুন। তাঁর আশীর্বাদ চেয়েছেন। মুকুল রায় তাঁকে অভিনন্দন জানান। ‘বিজয়ী ভব’ বলে মুকুল রায় তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন। এমন কথাই সামাজিক মাধ্যমে লিখেছেন অর্জুন সিং। দুজনের ছবিও প্রকাশ করেছেন।

রাজনৈতিকভাবে এই ঘটনা ইঙ্গিতপূর্ণ। একসময় বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় মুকুল রায় বিজেপির অন্যতম মুখ ছিলেন। যদিও পরে তিনি তৃণমূলে ফিরে আসেন। কিন্তু শরীর খারাপ থাকায় এখন ঘরবন্দি হয়ে গিয়েছেন এক সময়ের বঙ্গ রাজনীতির চাণক্য। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথাবার্তা হয়। কী কী কথা হয়েছে? সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে অর্জুন সিং তড়িৎ তোপদারের বাড়িতে গিয়েছিলেন। তড়িৎ তোপদার সিপিএমের ব্যারাকপুরের এক সময়ের সাংসদ ছিলেন। যথেষ্ট প্রভাব ছিল এই সিপিএম নেতার। তাঁরও আশীর্বাদ নিয়েছেন অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *