Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::মদ, সিগারেট কারা খায় না? এমনই প্রশ্ন করলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বাঙালি মদ, সিগারেট খায় আর আঁতলামো করে। উচ্চাকাঙ্খা নেই। এমনই বক্তব্য রেখেছেন তিনি।

দিলীপ ঘোষ কি সেই বক্তব্যকেই সার্টিফিকেট দিলেন? না কী সঞ্জীব সান্যালের বিপক্ষে দাঁড়ালেন? সেই প্রশ্ন উঠছে। বাঙালি হিসেবে দিলীপ ঘোষ ওই মন্তব্যকে কোন চোখে দেখছেন? সেই প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন। তারই জবাবে একাধিক বক্তব্য রাখেন দিলীপ।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, আগেও বলেছে। আমার মনে হয়, বাঙালিরা আমরাও খানিকটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে, এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে?”

“মদ কারা খায় না, বাঙালি কি খায় না? দিলীপ নিজেই এই প্রশ্ন করেন। তিনি বাঙালি হিসেবে এই বিষয়ে কী বলবেন? সেই প্রশ্ন দিলীপের দিকে ধেয়ে আসে৷ তিনি বলেন, “সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয়, তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে আজকে? স্কুলে পড়াশোনা বাদ দিয়ে কাটমানি নেওয়া হচ্ছে। হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না। থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গিয়েছে। আর চাকরি করতে গেলে কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়।

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার মার্জিন বেঁধে দিয়েছেন। সেই নিয়ে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখনও প্রতিপক্ষ ঘোষণা হয়নি বিজেপির। তাতে এত টেনশন নেওয়ার কী আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন, সবাই জানে। আমার মনে হয়, নির্বাচন কমিশন বা আরও বাকিরা যারা আছে, তারা যা প্রস্তুতি নিচ্ছে, সেজন্য চাপে আছেন। দেখা যাক নির্বাচন এখনও দেরি আছে।”

যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গগঙ্গোপাধ্যায়কে কটাক্ষ সায়নী ঘোষের। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনির্বাণদার বিরুদ্ধে বলার কিছু নেই। উনি তো বিজেপি। বিজেপি বলেই ওনাকে ভোট দেবে। উনি(সায়নী ঘোষ) কী? কার কী কালচার বোঝাই যাচ্ছে। টিএমসি মানে সন্দেশখালি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *