Spread the love

 

 

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারের হ্যাটট্রিকের আভাস মিলছে বিভিন্ন জনমত সমীক্ষায়। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েও কোনও সংশয় নেই।

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। কেউ ফের জিতে সংসদে ফিরবেন, কেউ আবার আজই শেষবার ছেড়ে এলেন সংসদে নিজের আসন। দেখে নেওয়া যাক, অ-বিজেপি রাজ্যগুলিতে কেমন ফল করবে গেরুয়া শিবির?

এই মুহূর্তে কংগ্রেসের সরকারে রয়েছে হিমাচল প্রদেশ, কর্নাটক ও তেলেঙ্গানায়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট শরিক হিসেবে সরকারে আছে কংগ্রেস। দিল্লি ও পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টির সরকার। কেরলে সরকারে রয়েছে বামেরা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকে।

অন্ধ্র প্রদেশ ও ওডিশাতেও বিজেপির সরকার নেই। যে রাজ্যগুলির দিকে রাজনৈতিক মহলের নজর থাকে সেই ৯টি রাজ্যে বিজেপি সরকারে নেই। ফলে জল্পনা তৈরি হয়েছে এই রাজ্যগুলিতে গেরুয়া শিবির কেমন ফলাফল করবে? বিজেপি তথা এনডিএ কিন্তু এবার জোর দিচ্ছে দক্ষিণ ভারতের দিকেও।

জানুয়ারিতে লোকসভা ভোট হলে এই রাজ্যগুলিতে বিজেপি কতগুলি আসন পেতে পারতো, তার আভাস দিয়েছে মুড অব দ্য নেশনের জনমত সমীক্ষা। সমস্ত লোকসভা আসন মিলিয়ে ৩৫ হাজার ৮০১ জনের মতামত নেওয়া হয়েছে। তারই ভিত্তিতে ফেব্রুয়ারি মাসের রিপোর্ট তৈরি করেছে সংস্থাটি।

সমীক্ষায় উল্লেখ, হিমাচল প্রদেশে চারটি লোকসভা আসনের সবগুলিতেই জিতবে বিজেপি। ২০১৯ সালের পুনরাবৃত্তি ঘটাতে বিজেপিকে তেমন বেগ পেতে হবে না। কর্নাটকে অবশ্য বিজেপি তথা এনডিএ-র আসন ২০১৯ সালের তুলনায় কমার পরিস্থিতি রয়েছে। তিনটি আসন হাতছাড়া হতে পারে।
কর্নাটকে ২৪টি আসনে জিততে পারে এনডিএ। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৪টি আসন, যা আগের লোকসভা নির্বাচনের নিরিখে তিনটি বেশি। তেলেঙ্গানায় ২০১৯ সালে কংগ্রেস পেয়েছিল তিনটি আসন। সেটা এবার বেড়ে ১০টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির হাতছাড়া হবে ১টি আসন, গেরুয়া শিবির জিততে পারে ৩টি আসনে।

ঝাড়খণ্ডে বিজেপি ৫৬ শতাংশ ভোট পেয়ে ১২টি আসন দখলে রাখতে পারবে বলে সমীক্ষায় উল্লেখ। ইন্ডিয়া জোট ২০১৯ সালের মতো ২টি আসনেই জিততে পারে বলে আভাস মিলেছে। ফলে কংগ্রেস যেখানে একক বা জোট সরকারে আছে, সেখানে বিজেপির চারটি আসন কমার সম্ভাবনা রয়েছে।
তামিলনাড়ুতে ২০১৯ সালের মতো এবারও বিজেপি খাতা খুলতে পারবে না বলেই ইঙ্গিত দিয়েছে সমীক্ষা রিপোর্ট। এখানে একাধিপত্য দেখাবে ডিএমকে, যার সুফল পাবে ইন্ডিয়া জোট। কেরলেও বিজেপি একটিও আসনে জিততে পারবে না বলে আভাস। ২০১৯ সালেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

পশ্চিমবঙ্গে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ১৮টি আসন, এবার ১টি বাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে মুড অব দ্য নেশনের জনমত সমীক্ষা। অ-কংগ্রেসী রাজ্যে একমাত্র বাংলাতেই একটি আসন বাড়াতে পারে গেরুয়া শিবির। দিল্লিতে সাতটি লোকসভা আসনেই গেরুয়া ঝড়ের পরিস্থিতি। পাঞ্জাবে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ২টি লোকসভা আসন, এবারও তা অপরিবর্তিত থাকতে পারে। আপের আসন ১ থেকে বেড়ে ৫ হতে পারে।

ফলে কর্নাটকে তিনটি ও তেলেঙ্গানায় ১টি আসন হাতছাড়া করে বাংলায় ১টি আসন বাড়াতে পারে বিজেপি। যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই সেখানে গেরুয়া শিবিরের অন্তত তিনটি আসন কমার আভাস দিয়েছে জনমত সমীক্ষা। যদিও জানুয়ারি মাসে ভোট হলে কী হতো, তার আভাস মিলেছে। সমীক্ষার ফল অনেক সময় মেলে না। তাছাড়া আসন-ভাগাভাগির মতো বিষয় স্পষ্ট হবে আরও, নির্বাচনী প্রচারে কারা ঝড় তুলে এগিয়ে যাবে তার উপর অনেক কিছুই ওঠা-নামা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *