বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম দফার নির্বাচন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! প্রথম দফাতেই কোচবিহার লোকসভা আসনে নির্বাচন। এবারও এই কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককেই (Nisith Pramanik) প্রার্থী করেছে বিজেপি। তাঁর কাঁধেই ভর করেই কোচবিহার লোকসভা ফের একবার জিততে মরিয়া বিজেপি।
আর তাই নিশীথের সমর্থনেই আজ বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Pm Modi)। একেবারে ভোটের (Lok Sabha Election 2024) মুখে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে সাজো সাজো রব শহর জুড়ে। বিজেপি সূত্রের খবর, আজ বিকেল তিনটে নাগাদ কোচবিহারের বিমানবন্দরে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।
এরপর সেখান থেকে সভাস্থলে পৌঁছবেন। এবং বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখবেন। এবারও কোচবিহারের রাজবংশী ভোটাররা খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। আর তাই উত্তরবঙ্গের সভাস্থল হিসাবে প্রথমেই কোচবিহারকে বেঁছে নেওয়া হয়েছে। যা খবর, প্রধানমন্ত্রীর পাশেই থাকবেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ। একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে সেখানে। এসপিজি এবং পুলিশ আধিকারিকদের বিশেষ দল ঘিরে রেখেছে সভামঞ্চ সংলগ্ন গোটা এলাকা। অন্যদিকে কোচবিহার বিমানবন্দর থেকে সভামঞ্চ যাওয়ার গোটা রাস্তার বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে।
পাশাপাশি দুপুর বারোটার মধ্যেই রাসমেলা মাঠে লাখের উপর বেশি মানুষ জমা হবেন বলে জানিয়েছেন বিজেপির কোচবিহার জেলার সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। অন্যদিকে এদিন প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাঙ্গা নেতা-কর্মীরা। গোটা জেলাজুড়ে উৎসবের পরিবেশ বলে দাবি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
অনেকদিন পর, প্রথম দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গে আসছেন মোদী। সভায় রেকর্ড ভিড় হবে বলেও দাবি তাঁর অন্যদিকে আজ বৃহস্পতিবার মাথাভাঙ্গায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal CM)। তৃণমূল প্রার্থীদের সমর্থনে এই সভা করার আছে তাঁর। কার্যত ৩০ কিমি দূরে মুখে এই সভা হবে। সেই সভা থেকে কী বার্তা মুখ্যমন্ত্রী দেন সেদিকেই নজর সবার।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ বর্মা বাসুনিয়া তৃণমূলের তাস। রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি। কোচবিহার বিজেপি এবং তৃণমূলের কাছে উভয় দলের কাছেই প্রেস্টিজিয়াস ফাইট। আর তার আগে অর্থাৎ প্রথম দফার নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূলের দুই হেভিওয়েট প্রচার। আর তা ঘিরে আজ বৃহস্পতিবার সরগরম থাকবে কোচবিহারের রাজনীতি।