Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম দফার নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন! ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক আসনে নির্বাচন হবে।

কিন্তু নির্বাচনের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা নিশীথ প্রামাণিকের সঙ্গে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটেছে কোচবিহারে। যা রীতিমত উদ্বেগের নির্বাচন কমিশনের কাছে।

এর মধ্যেই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। আর কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। আর তাতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে! বিশেষ করে আইনশৃঙ্খলা নিয়ে সিইও দফতরের ভূমিকা মোটেই খুশি করতে পারেনি।

এমনকি প্রথম দফার নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে রীতিমতো ব্যাকফুটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও রাজ্য প্রশাসন। এরপরেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission of India) রাজীব কুমার (Rajiv Kumar) নিজে বৈঠক করেন বলে খবর। যেখানে বাংলাকে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয় বলে খবর। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই বৈঠক।

আর সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে কড়া বার্তা দেওয়া হয় বলে খবর। এমনকি কমিশনের নির্দেশকে না মানলে মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবেন বলেও বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বলে রাখা প্রয়োজনম, যদিও রাজ্যে এসে এই একই কথাই বলেছিলেন রাজীব কুমার।
স্পষ্ট জানিয়ে ছিলেন, জেলার নির্বাচনী অআধিকারিকদের ওপর কমিশনের ভরসা আছে। তবে কাজ করতে না পারে তাহলে কমিশন জানে কি করে কাজ করাতে। কার্যত এদিন সেই বার্তাই ফের একবার শোনা গেল দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মুখে।

বলে রাখা প্রয়োজন, রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগেই স্পর্শকাতর এলাকা ও বুথের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় বাংলায় অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করাতে জাতীয় নির্বাচন কমিশন কতটা সক্ষম হয় তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি উত্তরবঙ্গে দফায় দফায় হিংসার ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক।

এই অবস্থায় অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল বাংলায় প্রথম দফায় নির্বাচন (Lok Sabha Election 2024) হবে। আর তা হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। প্রত্যেক লোকসভা কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *