Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাড়ছে না গাড়ি-বাড়ির ইএমআই। মনিটারি পলিসি মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন চলতি অর্থবর্ষে এবার আর রেপোরেট বাড়াচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক।

সামনেই লোকসভা নির্বাচন সেকারণেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই সময় রেপোরেট বাড়ালে সাধারণ মানুষের উপরে চাপ পড়বে। সেকারণেই রেপোরেট ৬.৫ শতাংশতেই বহাল রাখার সিদ্ধান্তে সহমত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। চলতি আর্থিক বর্ষে এটাই ছিল প্রথম বৈঠক কমিটির।

রেপোরেট অপরিবর্তিত রাখার পাশাপাশি ২০২৫ অর্থবর্ষের সম্ভাব্য GDP গ্রোথও জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। ২০২৫ অর্থবর্ষে GDP বৃদ্ধির সম্ভাব্য পরিমাণ ৭ শতাংশ রাখা হয়েছে। এদিকে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তিন দিন ধরে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে RBI।

গত তিনদিন ধরে বৈঠক করছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির ৬ সদস্য তিন দিন ধরে বৈঠকে রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে সপ্তমবার রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালে পর পর ৮ বার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু ২০২৩ সালে তেমন কোনও পরিবর্তন আনা হয়নি রেপোরেটে। এবারও ২০২৪ সালের অর্থবর্ষের প্রথম মনিটারি পলিসি মিটিংয়েও রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

মুদ্রাস্ফীতি নিয়ে যে তোলপাড় শুরু হয়েছিল গোটা দেশে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস গতবারই দাবি করেছিলেন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে মুদ্রাস্ফীতি। এবার তিনি মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ বলে জানিয়েছেন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ রাখা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক রেপোেরট অপরিবর্তিত রাখায় মধ্যবিত্ত নাগরিকদের সুবিধা হল। ঘাড়ের উপরে অতিরিক্ত ঋণের বোঝা আর চাপবে না। এতে অর্থনীতি সচল হবে বলেও মনে করা হচ্ছে। লোকসভা ভোটের পর নতুন সরকার গঠিত হলে ফের বাজেট পেশ করা হবে। তখন অগাস্ট মাসে ফের রেপোরেট ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবার লোকসভা ভোটের কথা মাথায় রেখেই রেপোরেট অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *