বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানেন না বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। কঙ্গনা বলেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু। এক টেলিভিশন সাক্ষাৎকারে কঙ্গনার এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
যদিও কঙ্গনার বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। এর আগে কঙ্গনা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত প্রথম স্বাধীনতা পেয়েছে। অর্থাৎ ২০১৪ সালে প্রথম স্বাধীনতা পায় ভারত।
সেই সংবাদ মাধ্যমকে দেওয়া কঙ্গনার ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই নিয়ে নেটিজেনরা মশকরা শুরু করে দিয়েছেন। রানি লক্ষ্মীবাই থেকে শুরু করে তেজসের মতো ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। তিনি কিনা দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানেন না। এটা কীভাবে সম্ভব। এমন একজনকে কী করে প্রার্থী করল বিজেপি তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।