বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ির 42নং ওয়ার্ডে প্রচারে ডেপুটি মেয়র জানালেন মনে হচ্ছে সফল হব আমরা। শিলিগুড়িতে জোরকদমে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
তিনি ওই ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি দোকান এবং বাজারেও যান ভোটারদের কাছে। তার সাথে এককভাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস এর সদস্য এবং সমর্থকেরা। ডেপুটি মেয়র এদিন জানান নানান কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌছে যাচ্ছি আমি, তাই একটু সময় আমাদের লাগছে। আমাদের কাজ মানুষের কাছে এতটুকুই বার্তা পৌছে দেওয়া যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আছেন আমাদের সাথে, তিনি নিজে ভালো করেই জানেন মানুষের কষ্ট,তাইতো এতকিছুর মধ্যেও তিনি লক্ষীর ভান্ডার দ্বিগুন করে দিয়েছেন আমাদের মা এবং বোনেদের জন্য, এই নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে তুলুন।