বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: “যা খেলা হওয়ার হয়ে গিয়েছে। আজকে তো ভোট।” নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এমন বললেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী৷ সকালেই নিজের কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
আলিপুরদুয়ারে তাঁর লড়াই বিজেপির প্রার্থী মনোজ টিগগার বিরুদ্ধে। গতবারও এই আসনটি বিজেপি জিতেছিল। এই কেন্দ্রে বিদায়ী সাংসদ জন বার্লা। আলিপুরদুয়ারে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়ন করছেন। আলিপুরদুয়ারেও উন্নয়নের বার্তা দেওয়া হচ্ছে৷ সেই বার্তাকে সামনে রেখেই প্রচার করেছেন, মানুষের কাছে গিয়েছেন তৃণমূল প্রার্থী।
লক্ষ্মীর ভাণ্ডার, চা বাগানে পাট্টা বিলি, চা শ্রমিকদের উন্নয়নের জন্য একাধিক কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তাই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তাই প্রচার করা হয়েছে মানুষের মধ্যে। দাবি করেছেন তৃণমূল প্রার্থী।
বিজেপি চা বাগানের শ্রমিকদের জন্য কতটা উন্নয়ন করেছে? গত পাঁচ বছরে বিজেপি এই কেন্দ্রের জন্য কতটা উন্নয়নমূলক কাজ করেছে? ভোটের দিনও প্রশ্ন তুলেছেন তৃণমূল প্রার্থী। একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, আবাস যোজনার টাকা দিচ্ছে না। ট্যাক্সের টাকা রাজ্য থেকে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। এই অভিযোগ ভোটের দিনও তুললে ভোলেননি তৃণমূল প্রার্থী।
আলিপুরদুয়ারে হাসপাতাল, বিমান বন্দর হওয়ার কথা ছিল। কোথায় হল? বীরপাড়াতে কেন রেলের ফ্লাইওভার হল না? বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী। সকালে ভোট দিয়েই তিনি বেরিয়ে পড়েছেন। লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন তিনি।