Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হল লোকসভা ভোট। দেএশের মোট ১০২টি আস‌নে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তবে লোকসভা ভোটের আবহেই উত্তর পূর্বের দুই রাজ্যেই বিধানসভা ভোটও অনুষ্ঠিত হচ্ছে।

অরুণাচলপ্রদেশ এবং সিকিমে বিধানসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। ৬০ আসন বিশিষ্ট অরুণাচলে এবং ৩২ আসন বিশিষ্ট সিকিমে বিধানসভার ভোট গ্রহণ হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ৯টা পর্যন্ত সিকিমে ৮% এবং অরুণাচল প্রদেশে ৬.৬৩% ভোট পড়েছে। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে এই দুই রাজ্যে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তাওয়াং বিধানসভা কেন্দ্রে অর্ন্তগত একটি পোলিং স্টেশনে লোকসভা এবং বিধানসভার ভোট দেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও তাঁর কেন্দ্রে ভোট প্রদান করেন।ইটানগরের একটি গ্রামীন কেন্দ্রে ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে অরুণাচল প্রদেশের দুটি লোকসভা আসন এবং ৬০ টি বিধানসভা কেন্দ্রগুলিতে ব্যাপক নিরাপত্তা প্রদান করা হয়েছে। কোনও রকম অশান্তি এড়াতে তৎপর কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পবন কুমার সাইন বলেছেন, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন এবং রাজ্য পুলিশ কর্মী সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৭০ কোম্পানি মোতায়েন সহ রাজ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার সোশ্যাল সাইটে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু লিখেছেন, আজ অষ্টম রাজ্য বিধানসভা এবং ১৮ তম লোকসভার জন্য প্রতিনিধি নির্বাচন করতে ভোট দেবে৷ আমি সকল যোগ্য ভোটারদের কাছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন করছি। আসুন আমরা এই প্রাণবন্ত উৎসবে অপ্রতিরোধ্যভাবে অংশগ্রহণ করে গণতন্ত্রকে জয়ী করি। উত্তর পূর্বের আরও এক পাহাড়ী রাজ্য সিকিমেও ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে।

২০১৪-র বিধানসভা ভোটে জিতে অরুণাচলে কংগ্রেস সরকার গঠন করলেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অধিকাংশ বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর ভোটে সেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবির।
অন্য দিকে, সিকিমে ২০১৯-এর বিধানসভা ভোটে ২৫ বছরের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রধান প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলে। এ বারও মূল লড়াই ওই দু’দলের মধ্যে সীমাবদ্ধ। পাশাপাশি নজর থাকবে লোকসভা কেন্দ্রগুলির দিকেও।

উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ভোটগণনা ৪ জুন হওয়ার কথা থাকলেও তা দুই দিন এগিয়ে আনা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৪ জুনের পরিবর্তে ২ জুন ভোটগণনা হবে ওই দুই রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *