বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হল লোকসভা ভোট। আজ দেশের প্রথম দফার ভোটগ্রহণ। দেশের মোট ১০২টি আসনে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।
ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সকলেকে স্বতোঃস্ফূর্ত ভোটদানের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছিয়ে নেই কংগ্রেসও। সমাজমাধ্যম থেকেই দেশবাসীর কাছে নিজের আবেদন তুলে ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, কংগ্রেস নেতা রাহুল গান্ধী গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ঘৃণাকে পরাস্ত করতে ভোটারদের দেশের প্রতিটি কোণে ভালোবাসার দোকান খোলার অনুরোধ করেছে।
সোশ্যাল সাইট এক্স’-এ হিন্দিতে একটি পোস্টে রাহুল গান্ধী বলেছেন।আজ ভোটের প্রথম পর্ব! মনে রাখবেন, আপনার প্রতিটি ভোট ভারতের গণতন্ত্র এবং এর প্রজন্মের ভবিষ্যত নির্ধারণ করবে। একইসঙ্গে রাহুল গান্ধী লিখেছেন, “বিগত ১০ বছরে দেশের আত্মায় যে ক্ষত লেগেছে তাতে ভোটের মলম লাগিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন।’
বিগত কয়েক বছরে রাহুল গান্ধীর অন্যতম স্লোগান ছিল ঘৃণার বাজারে তিনি ভালোবাসার দোকান খুলেত চান। ভারত জড়ো যাত্রা থেকে ন্যায় যাত্রা দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই গিয়েছেন সেখানেই রাহুলের মুখে উঠে এসেছে এই স্লোগান, এবার লোকসভা ভোট শুরুর দিনেও রাহুলের বার্তা সেই ভালোবাসার দোকানই।
শুধু মোদী রাহুল নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণতন্ত্রের উৎসবে সকলকে সামিল হওয়ার আবেদন করেছেন। সকলে যেন সকাল সকাল বুথে গিয়ে নিজের ভোট দিয়ে আসেন সেই আর্জি জানিয়েছেন অমিত শাহ। নিজের ভোট নিজে দিন সকাল সকাল বুথে গিেয় ভোট দিন আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এবারের ভোটে ৪০০ পার করবে এনডিএ। কার্যত জোরের সঙ্গে বলা শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। তবে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শাসক দলের এই দাবিতে খারিজ করে দিয়েছেন। তাঁর কথায়, ৪০০ আসন আসলে অলীক স্বপ্ন। ১৫০ আসনও পার করতে পারবে না এনডিএ।
রাহুল গান্ধী বলেন, আমি সাধারণত আসন সংখ্যা নিয়ে কোনও আআম মন্তব্য করি না । তবে ১৫-২০ দিন আগে আমি ভাবছিলাম বিজেপি প্রায় ১৮০টি আসনে জিতবে। কিন্তু এখন আমি বলছি বিজেপি তথা এনডিএ জোট ১৫০টি আসনও পাবে না। আমরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছি। বিরোধী জোট অত্যন্ত শক্তিশালী হচ্ছে।
অমেঠী কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নিয়ে দল বা রাহুল নিজে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। কয়েকদিন আগেই রাহুল জানিয়েছেন, অমেঠী কেন্দ্রে তাঁর লড়াইয়ের ব্যাপারে দল যা সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে নেবেন।