বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহ চলছে বাঁকুড়া। আগুন ঝরাচ্ছে বৈশাখ। তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচনের প্রচার। ভোটের দিন এগিয়ে আসছে।
আরও বেশি জন সংযোগে মাঠে নামছেন বিজেপি, তৃণমূল, সিপিএম। প্রবল গরমে মাঠে নেমে লাঙল চালাচ্ছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী অরূপ চক্রবর্তী।
বাঁকুড়ার একটা বড় অংশ কৃষক পরিবার। তাদের ভোট পাওয়ার জন্য বিজেপি, তৃণমূল প্রচার করছে। সিপিএম প্রার্থীও প্রান্তিক মানুষের জীবন ও জীবিকা, আর্থিক, সামাজিক উন্নতির বিষয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার সেই জায়গায় আরও খানিক গুরুত্ব দিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।
পাজামা, পাঞ্জাবি, মাথায় সাদা কাপড় জড়িয়ে নিলেন। পায়ে জুতো পরে নেমে গেলেন এবড়ো খেবড়ো চাষের জমিতে। কৃষকরা উপস্থিত ছিলেন জমিতে। চাষের কাজও চলছিল প্রবল গরমের মধ্যে। কৃষকদের সঙ্গে চাষের কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী৷
বাঁকুড়ার রাইপুরের ধানাড়া এলাকায় প্রচারের কাজে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। কৃষকদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হয় অরূপ চক্রবর্তীর। সাধারণ কৃষকদের চাষের কাজের সমস্যা সহ একাধিক বিষয় শোনেন তিনি।
মাঠে তখন চাষের কাজ হচ্ছিল। সেই দেখে উৎসাহিত হয়ে মাঠে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী৷ পাজামা, পাঞ্জাবি, জুতো পরে মাঠে নেমে লাঙল চালানো শুরু করলেন। বীজ জমিতে ছড়ানো হল। কিছুটা অংশে হাল ধরে লাঙলও চালালেন অরূপ চক্রবর্তী৷ উপস্থিত কৃষকরাও তাঁকে সাহায্য করেছেন।
এলাকায় প্রচারেও বেরিয়েছিলেন তিনি। মানুষের কাছে নিজের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিলেন তিনি৷ গোরুর গাড়িতে চড়েও প্রচার করতে দেখা যায় তাঁকে।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, ওই এলাকার চাষিদের উৎসাহ দিতেই লাঙল চালিয়েছি। গোরুর গাড়িতে চড়েছি। ওরা প্রত্যেকেই খুশি। সবাই বুঝলো, মাটির মানুষ মা মাটি মানুষের সঙ্গেই আছেন।
যদিও এই বিষয়কে নাটক বলেই কটাক্ষ করেছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার পুরো বিষয়টি ‘নাটক’ দাবি করেছেন। প্রশ্ন তোলেন ‘উনি কোনও দিন লাঙল ধরেছেন?’