Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এসএসসি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। আগামী দিনে যোগ্য চাকরিপ্রার্থীদের কী হবে? তাই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে, চাকরির দাবিতে পথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা।

মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তাদের দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। চাকরির দাবিতে প্রতিবাদ আন্দোলন করে চলেছেন। আবারও রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা। প্রবল গরমের মধ্যেই পেটের তাগিদে বিক্ষোভ দেখালেন রাস্তায়।

আজ বুধবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান ধর্নমঞ্চের ৫০০ তম দিন পূর্ণ হল। ৫০০ দিন পূর্তি উপলক্ষে কর্মসূচি নেওয়া হল। বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দিয়ে শুরু হয় এই মিছিল। শহিদ মিনার হয়ে ডোরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়।

কলকাতায় আজ তাপপ্রবাহ চলছে। গনগনে সূর্য মাথার উপরে। তেতেপুড়ে আছে কালো পিচের রাস্তা। ধর্মতলায় সেই উত্তপ্ত পিচের রাস্তাতেই শুয়ে পড়েন অনেক চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে সকলের হাতেই প্ল্যাকার্ড ছিল। আর কত দিন অপেক্ষা করতে হবে? সেই প্রশ্ন ফের তুললেন চাকরি প্রার্থীরা।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে প্রায় ২৬ হাজার চাকরি খারিজ করা হল। তারপর থেকেই জল্পনা শুরু। ইতি মধ্যে ১০ টা বছর পেরিয়েছে বঞ্চিতদের। চাকরির দেখা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার দাবি জানিয়েছেন। কিন্তু তাদের সুরাহা হয়নি।

১০ বছর নিয়োগ নেই। তারা যোগ্য চাকরি প্রার্থী। রাস্তায় কাটাচ্ছেন। ইতিমধ্যে অনেকেরই বয়স পেরিয়েছে চাকরির। অনেকেরই কাউন্সিলিং হয়েছে। কিন্তু স্কুলের যেতে পারছেন না। তারই উত্তরের জন্য আজ রাজপথে নেমেছেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা।

আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযোগ, জেনে বুঝে আইনি জটিলতায় বাড়ানো হচ্ছে। প্রক্রিয়াকে ধীর করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যাতে তারা কোনওদিনই স্কুল না যেতে পারেন। এইভাবে দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় কাটাতে হচ্ছে। অনেক সময় পেরিয়েছে। এবার তাদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করুক সরকার। এই দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *