Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবার অনেক বেশি জালে জড়িয়ে পড়ছেন। নিয়োগ দুর্নীতির টাকার হদিশ পেতে সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল সিবিআই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়ে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলবন্দি সুজয়কৃষ্ণ, অয়ন শীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন তাঁরা। নিয়োগ দুর্নীতির তদন্তে গত বৃহস্পতিবার পার্থ ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, জেরায় অয়ন শীল জানিয়েছিলেন, কুন্তল ঘোষের নির্দেশে এই সন্তু বন্দ্যোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকা কোথায় গেল তা জানতে এদিন সুজয়কৃষ্ণকে জেরা করছে সিবিআই।

এবার আরো জড়িয়ে যাচ্ছে কালোঘাটের কাকু। শনিবার বেলা ১১টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে আদালতের নথি নিয়ে পৌঁছন সিবিআইয়ের ৫ আধিকারিক। সূত্রের খবর, জেলের ভিতরে আলাদা আলাদা করে ৩ জনকে জেরা করছেন তদন্তকারীরা। বলে রাখি, চলতি সপ্তাহেই আদালতে রিপোর্ট পেশ করে ED জানিয়েছে, CFSLএর রিপোর্টে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর মিলে গিয়েছে। ফলে সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারের ফোন থেকে যে কল রেকর্ডিং উদ্ধার হয়েছে তা এবার আদালতে প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবে তদন্তকারী সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *