বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেঙ্গল সাফারিতে নতুন সদস্য এসেছে চিতাবাঘ এবং কয়েকশো নতুন পাখি। জানা গেছে শীতের সময় পর্যটকদের আকর্ষন করতেই পশুপাখি আনবার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ।
আজ পাখি আসছে এবং চিতা আসছে এবং আগামীদিনে আসতে পারে জলহস্তী। এই বছর শুরু থেকে প্রচণ্ডভাবে ভীড় জমা হয়েছে বেঙ্গল সাফারিতে। আকর্ষন যেমন বেড়ে গেছে তেমনি বেড়েছে দর্শক সংখ্যাও। সবমিলিয়ে এই বছর বেঙ্গল সাফারিতে রেকর্ড পরিমানে দর্শক আসবার সম্ভবনা আছে বলে জানা গেছে। এই বছর পূজোর সময় থেকেই রেকর্ড পরিমানে ভীড় জমা হয়েছে বেঙ্গল সাফারীতে। মানুষ আসছেন বিভিন্ন এলাকা থেকে। তাই দর্শকদের আনন্দ দিতেই আরো নতুন নতুন সদস্য আনতে সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গল সাফারী কতৃপক্ষ। আপাতত পাখি এবং নতুন নতুন বিদেশী গাছ আনবার দিকে জোর দিয়েছে বেঙ্গল সাফারী কতৃপক্ষ। পরে আরো বেশী করে পশু এবং অন্যান্য পাখি আনবে তারা। এই বছর দর্শকদের আসা নিয়ে বেশ উৎসাহী বেঙ্গল সাফারী কতৃপক্ষ। তাই বেঙ্গল সাফারীর আধুনিকীকরন করতে আরো নতুন নতুনভাবে উদ্যেগ নিয়েছে বেঙ্গল সাফারী কতৃপক্ষ।