Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম প্রাতিষ্ঠানিক দুর্নীতির তালিকায় বাংলার নিয়োগ দুর্নীতি স্থান পাবে কিনা তা ভবিষ্যৎ বলবে। কিন্তু সর্বত্র দুর্নীতি আর দুর্নীতি। এবার নতুন করে সামনে আসলো জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি।

 

জিটিএ-র শিক্ষক নিয়োগের মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার নিয়োগ মামলায় এবার আরও বিপাকে রাজ্য সরকার। রাজ্য ও জিটিএ ওই নিয়োগ প্রসঙ্গে যা বলছে তা পরস্পর বিরোধী। আদালতে রাজ্যে অবৈধ নিয়োগের কথা কার্যত স্বীকার করে নিয়েছে। ফলে, এই নিয়োগ নিয়েও আরও বিপাকে পড়তে পারে রাজ্য। আগেই এই মামলায় শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে। হাইকোর্ট শুনানির পর সেই নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। সেই মামলায় ৩১৩ জনের অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। রাজ্য দাবি করেছে, মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই হয়েছে ওই নিয়োগ।

যদিও জিটিএ-র দাবি, মন্ত্রিসভা সবটাই জানত। ফলে দু’দিকের কথা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও রয়েছে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম।এছাড়াও আরো কয়েকজনের নাম সামনে আসছে ধীরে ধীরে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেওয়ার পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তবে ডিভিশন বেঞ্চেও বড়সড় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। নাগরিক মহল বলছেন,এবার শুধু সময়ের অপেক্ষা আরো কয়েকজন নেতা মন্ত্রীর জেল যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *