বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধেই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে কমিশন (Election Commission of India)। এখন দেখার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়। যদিও এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শাসকদলের (TMC)।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার একটি চিঠি পাঠান। নির্বাচন কমিশনের (Election Commission of India) সচিব রাকেশ কুমার সেই চিঠি দেন। যেখানে লেখা হয়, গত ১০ এপ্রিল চোপড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে চুয়াগাড়ি গ্রামে বিতর্কিত বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।
যা ভারতীয় দন্ডবিধির ১৭১এফ, ৫০৬ ধারাকে লঙ্ঘন করেছে বলে চিঠিতে উল্লেখ নির্বাচন কমিশনের সচিবের। শুধু তাই নয়, জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫এ(সি) ধারাও তৃণমূল নেতার বক্তব্যকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ।
বলে রাখা প্রয়োজন, উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। আর সে ভিডিও দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা। এরপরেই তা খতিয়ে দেখা হয় কমিশনের তরফে।