Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচনের আবহে প্রকাশ হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

পরীক্ষা শেষের ঠিক ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল শিক্ষা সংসদ। সব নম্বর অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে খাতার দেখার ক্ষেত্রে।

আর সেই কারণে কিছুটা ফল প্রকাশে দেরি হল বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। না হলে অনেক আগে পরীক্ষার ফল প্রকাশ করা যেত বলে দাবি। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতা পাঁচ নম্বরে রয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

এবার ১৫ টি জেলা থেকে প্রথম দশে রয়েছেন ৫৮ জন। সবার আগে এগিয়ে রয়েছে হুগলি এবং দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। প্রথম ১০ এ হুগলি থেকে রয়েছেন ১৩ জন এবং বাঁকুড়া থেকে মেধা তালিকায় আছেন ৯ জন। এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি। তাঁর মধ্যে ৩৫ জন ছাত্র এবং বাকি ছাত্রী।

তবে প্রথম হয়েছেন অভীক দাশ। আলিপুর দুয়ার থেকে তিনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্নর ৯৯ শতাংশ বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।

দ্বিতীয় হয়েছেন সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। এবার ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। তিনি মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। এবার তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।

WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbresults.nic.in, www.wbchsc.wb.gov.in ও www.results.shiksha
অন্যদিকে মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। যুগ্মভাবে তাঁরা প্রথম হয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তাঁরা। দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৩ বলে জানা গিয়েছে। সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী এবং স্নেহা ঘোষ চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া বলে জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিকে রাজ্যে যুগ্ম ভাবে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর ৪৯২।

বাঁকুড়া শহরের বাড়িতে বসে সুস্বাতী জানায়, মূলত সে বাবার কাছেই পড়াশুনা করেছে। তবে ইংরেজী ও ভূগোলে গৃহশিক্ষক ছিলেন। এতো ভালো ফল আশা করেনি সে সে কথাই স্পষ্টভাবে জানিয়েছে। দুপুর তিনটে থেকে ওয়েবসাইট থেকে ফল জানা যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। আজ বুধবার ফল প্রকাশ হলেও মাধ্যমিকের রেজাল্ট পাওয়া যাবে আগামী ১০ তারিখ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *